প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ২১:১১
চাঁদপুরের পাঁচটি আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির তৎপরতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশের ন্যায় চাঁদপুরেও নির্বাচনপূর্ব অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে সংসদীয় আসনে নির্বাচনী অনুসন্ধান এবং বিচারিক কমিটির কার্যক্রম শুরু হয়েছে।
|আরো খবর
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ২০২৫) বিকেলে এই তথ্য নিশ্চিত করেন বিচারিক কার্যক্রমে নিয়োজিত সিভিল জজ শুভ ইসলাম।
ইতোমধ্যে চাঁদপুর জেলায় বিচারিক কার্যক্রম পরিচালনার জন্যে নির্বাচন কমিশনের আইন শাখার উপ-সচিব মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে জেলার ৫টি সংসদীয় আসনের কমিটি ঘোষণা করা হয়।
আইন ও বিচার বিভাগ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে গঠিত এই কমিটিতে চাঁদপুরে নিম্ন বর্ণিত বিচার বিভাগীয় কর্মকর্তাগণ দায়িত্ব পালন করবেন।
চাঁদপুর-১ (কচুয়া) আসনে দায়িত্ব পালন করবেন চাঁদপুরের সিভিল জজ মো. সোহেল আহমেদ। চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে দায়িত্ব পালন করবেন সিভিল জজ শুভ ইসলাম।
চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে দায়িত্ব পালন করবেন সিভিল জজ শম্পা ইসলাম। চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে দায়িত্ব পালন করবেন ফেনীর সিভিল জজ সবুজ হোসেন। চাঁদপুর-৫ (শাহরাস্তি ও হাজীগঞ্জ) আসনে দায়িত্ব পালন করবেন চট্টগ্রামের সিভিল জজ নুরুল্লাহ সিদ্দিকী।
এছাড়া নির্বাচনকালীন ও নির্বাচন পূর্ববর্তী সময়ে চাঁদপুর আদালত ভবনে উপরোক্ত স্ব স্ব সিভিল জজদের কার্যালয়ে রয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশনের অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয় এবং অভিযোগ বক্স।
গত ১১ ডিসেম্বর ২০২৫ হতে শুরু করে নির্বাচনের ফলাফল গেজেট প্রকাশ হওয়া পর্যন্ত উল্লেখিত বিচারকরা মাঠ পর্যায়ে নির্বাচনপূর্ব অপরাধের বিচার ও অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করবেন।








