প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১৩:২৯
পুরাণবাজারের চিকিৎসক অর্জুন চন্দ্র রায়ের পরলোকগমন

চাঁদপুর পৌরসভার স্বাস্থ্য সহকারী বিপ্লব চন্দ্র রায়ের পিতা পুরাণবাজারের প্রথিতযশা পল্লী চিকিৎসক, সর্বমহলের পরিচিত মুখ অর্জুন চন্দ্র রায় আর বেঁচে নেই। তিনি মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) সকাল ৬টা ৫০ মিনিটে ঢাকা নিউরোলজি সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বয়সে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ৩ কন্যা, পুত্রবধূ, নাতি, নাতনি, আত্মীয় স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যু সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রয়াতের মরদেহ পুরাণবাজার হরিসভা নাথ ভবন এলাকার নিজ বাড়িতে নিয়ে আসা হলে এক হৃদয় বিদারক অবস্থার সৃষ্টি হয়। তাকে শেষবারের মতো একনজর দেখার জন্যে হিন্দু, মুসলিম সকল শ্রেণী-পেশার মানুষ তার বাড়িতে ছুটে আসেন। এ সময় অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন। এই দিন বিকেলে চাঁদপুর মহাশ্মশানে তার পারলৌকিক ক্রিয়া শেষে তাকে সমাধিস্থ করা হবে। সদা হাস্যোজ্জ্বল ও সদালাপী প্রয়াত অর্জুন চন্দ্র রায় পুরাণবাজার চরাঞ্চল থেকে শুরু করে পুরাণবাজার এলাকার সর্ব মহলে অর্জুন ডাক্তার নামেই ছিলেন বিশেষ পরিচিত।








