প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ১৯:০১
সুষ্ঠু রাজনৈতিক পরিবেশে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই
-------জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার

কচুয়ায় সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় জাতীয় নির্বাচনে অনিয়মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার।
|আরো খবর
তিনি বলেন, সুষ্ঠু রাজনৈতিক পরিবেশে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই। সে লক্ষ্যে আমরা কাজ করছি।
সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) সকালে কচুয়া উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে জেলা প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। নির্বাচনী প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম, কেন্দ্র দখল, ব্যালট পেপার নিয়ে কারসাজি বা ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা বরদাশত করা হবে না। ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। ভোটাররা যেনো নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়টি প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার।
কচুয়ার রাজনৈতিক নেতারাও নির্বাচনে সহিংসতা ও অনিয়ম এড়াতে প্রশাসনের সঙ্গে সহযোগিতার আশ্বাস দেন।
জেলা প্রশাসক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনী দায়িত্ব পালনে নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। দায়িত্বে অবহেলা কিংবা পক্ষপাতমূলক আচরণ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
সভায় পুলিশ সুপার মো. রবিউল হাসান, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান রাসেল, সহকারী কমিশনার (ভূমি) আবু নাছির, কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. বোরহান উদ্দিন , প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা বক্তব্য রাখেন।







