প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ২০:৩৬
মতলবে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বার্ষিক সাধারণ সভা

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) মতলব দক্ষিণ উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (২২ আগস্ট ২০২৫) সকাল ১০টায় মতলব জগবন্ধু বিশ্বনাথ (জেবি) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
|আরো খবর
মতলব দক্ষিণ উপজেলা বাপুস সভাপতি মো. মজিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মেহেদি হাসান মহসিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বাপুসের সভাপতি এস এম মোরশেদ সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বাপুসের সিনিয়র সহ-সভাপতি শাহ্ আলম, বাপুস চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন মিয়াজী ও বাপুস জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক শরীফ আহমদ খান। উদ্বোধনী বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বাপুসের সাবেক সভাপতি এম এ আজিজ বাবুল। অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন রনি লাইব্রেরির স্বত্বাধিকারী মো. শফিকুল ইসলাম, হিরন লাইব্রেরীর স্বত্বাধিকারী মো. শিপন, সফি লাইব্রেরীর স্বত্বাধিকারী মো. শফি, বিনিময় লাইব্রেরীর স্বত্বাধিকারী মো. মিজানুর রহমান, কাদির লাইব্রেরী এন্ড জেনারেল স্টোরের স্বত্বাধিকারী জিএম আব্দুল কাদির, ইসমা লাইব্রেরীর স্বত্বাধিকারী মো. আমজাদ হোসেন আখন, পপুলার লাইব্রেরীর স্বত্বাধিকারী মো. শাহজালাল হোসেন প্রমুখ।
সভায় মতলব দক্ষিণ উপজেলার সকল পুস্তক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।