বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০০:৪৬

চাঁদপুর যুব রেড ক্রিসেন্টের ক্লিনিং ক্যাম্পেইন ২০২৫

চাঁদপুর যুব রেড ক্রিসেন্টের ক্লিনিং ক্যাম্পেইন ২০২৫
অনলাইন ডেস্ক

"নিজ নিজ পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, ডেঙ্গু মুক্ত থাকুন" এই শ্লোগানকে সফল করতে, যুব রেড ক্রিসেন্ট চাঁদপুর ইউনিটের যুব সদস্যদের অংশগ্রহণে ৪র্থ ধাপে চলমান ক্লিনিং ক্যাম্পেইন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট ২০২৫) চাঁদপুর চেম্বার অব কমার্সের সচিব আব্দুল মোতালেব শেখ টুটুলের উপস্থিতিতে কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে শুরু হয় চাঁদপুর সদরের পুরাণ বাজারস্থ বউ বাজার এলাকায় ক্লিনিং ক্যাম্পেইন।

ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিষয়ে জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টি ও মশার উৎপত্তিস্থল দূরীকরণের উদ্দেশ্যে, জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ব্র‍্যাকের আয়োজনে এবং যুব রেড ক্রিসেন্ট চাঁদপুর ইউনিটের যুব স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় চাঁদপুর সদরের পুরাণবাজারস্থ বউ বাজার এলাকায় ক্লিনিং ক্যাম্পেইন কর্মসূচি চালানো হয়৷

এ ক্যাম্পেইন চলাকালে যুব রেড ক্রিসেন্ট চাঁদপুর ইউনিটের স্বেচ্ছাসেবকগণ পুরাণবাজার বউ বাজার ও নতুন রাস্তার চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করে, ময়লা আবর্জনা তুলে নেয়, আবদ্ধ জলাশয়যুক্ত স্থানগুলো জলাশয় মুক্ত করে, আশেপাশে পড়ে থাকা ডাবের খোসা, চিপসের প্যাকেট, প্লাস্টিকজনিত বস্তু ও আবর্জনা তুলে নিয়ে ক্লিনিং ক্যাম্পেইন চালানো হয়। পাশাপাশি চাঁদপুর সদরের, পুরাণ বাজারস্থ বউ বাজার এলাকায় বসবাসরত বাসা বাড়িতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ভয়াবহতা এবং করণীয় কী এ বিষয়ে সচেতনতামূলক প্রচারণা ও লিফলেট বিতরণ করে যুব রেড ক্রিসেন্ট চাঁদপুর ইউনিটের যুব সদস্যবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়