রবিবার, ১৭ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০১:৪৮

সাংবাদিক সাখাওয়াত হোসেন স্মরণে আলোচনা ও দোয়ার অনুষ্ঠান

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
সাংবাদিক সাখাওয়াত হোসেন স্মরণে আলোচনা ও দোয়ার অনুষ্ঠান

লক্ষ্মীপুরের রামগঞ্জ প্রেস ক্লাবের কার্যকরী কমিটির নির্বাহী সদস্য ও বাংলাদেশ সমাচার পত্রিকার রামগঞ্জ প্রতিনিধি প্রয়াত সাখাওয়াত হোসেন সাকা স্মরণে রামগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে শনিবার (১৬ আগস্ট ২০২৫) বাদ আসর দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি আবু তাহেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দৈনিক কালবেলার রামগঞ্জ প্রতিনিধি ইকবাল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন রামগঞ্জ থানা জামে মসজিদের খতিব মাওলানা এমরান হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন রামগঞ্জ ডাকবাংলা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মহি উদ্দিন ও রামগঞ্জ থানা জামে মসজিদের ইমাম হাফেজ, মাওলানা শামছুল ইসলামসহ রামগঞ্জ প্রেস ক্লাবের সদস্যবৃন্দ।

উল্লেখ্য, রামগঞ্জ প্রেস ক্লাবের নির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন সাকা চলতি মাসের ১১ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হসপিটালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মাত্র ৫১ বছর বয়সে তিনি ডেঙ্গু, হৃদরোগ, কিডনী রোগসহ বিভিন্ন জটিলতায় দীর্ঘদিন অসুস্থ ছিলেন। একমাত্র সন্তান লিয়ন (৭) পশ্চিম করপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী এবং স্ত্রী একটি কলেজের অনার্সের শিক্ষার্থী।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়