রবিবার, ১৭ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ২২:০৯

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

গাছ হলো প্রকৃতির প্রাণ, আর খালেদা জিয়া বাংলাদেশের প্রাণ

-----------------মোস্তফা খান সফরী

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
গাছ হলো প্রকৃতির প্রাণ, আর  খালেদা জিয়া বাংলাদেশের প্রাণ
সাধারণ জনগণের মাঝে গাছের চারা বিতরণ করছেন বিএনপি কেন্দ্রীয় নেতা মোস্তফা খান সফরী।

চাঁদপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরী বলেছেন, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের সৌহার্দ্য, সম্প্রীতি এবং জীবন দেয়ার রাজনীতি শিখিয়েছেন। তিনি ধ্বংস নয়, সৃষ্টির রাজনীতি করেছেন। এ জন্য আমরা যারা বিএনপির রাজনীতি করি, তাদের কাছে বেগম খালেদা জিয়া প্রাণের স্পন্দন। তিনি বলেন, গাছ হলো প্রকৃতির প্রাণ, আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলেন বাংলাদেশের প্রাণ। এজন্য আমরা তাঁর জন্মদিনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি।

১৬ আগস্ট শনিবার বিকেলে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে স্থানীয় বিএনপির ২ দিনব্যাপী অনুষ্ঠানের ২য় দিনের সমাপনী অনুষ্ঠান বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে তিনি বিভিন্ন হাটবাজার এবং শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির শতাধিক গাছের চারা রোপণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা এএইচএম অ্যাডঃ আশ্রাফুল ইসলাম আশু, জেলা যুবদলের সহ-সভাপতি সরোয়ার হোসেন গাজী, কল্যাণপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুন বাট, বিএনপি নেতা কাজী রফিকুল ইসলাম পলাশ, গোলাম রাব্বানী মনির, মনির হোসেন খোকা, জেলা যুবদলের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আবু আহমেদ, হাইমচর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোশারফ হোসেন পাটোয়ারী, মতলব পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বশির পারভেজ, যুবদল নেতা সোহেল বকাউল, মনির হোসেন খান, সোহাগ বকাউল, পিন্টু খান, সবুজ খান, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ জনিসহ নেতৃবৃন্দ।

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন শেষে তিনি চাঁদপুর শহর বিএনপি নেতা মরহুম হারুন-অর-রশিদ মোল্লার শহরের প্রফেসরপাড়া মোল্লা বাড়ি মসজিদে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন। এরপর সদ্য প্রয়াত সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর খান, মোস্তফা খান সফরীর মামা বাচ্চু তপাদার ও আশরাফ তপাদারের কবর জিয়ারত করেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এসএম কামাল উদ্দিন ও মরহুম হারুন-অর-রশিদ মোল্লার ছেলে জয়নাল আবদীন সুমনসহ স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া তিনি পৌর কবরস্থানে গিয়ে চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম কাদের মাস্টার, বিএনপি নেতা মরহুম হারুনুর রশিদ মোল্লা ও সদ্য প্রয়াত চাঁদপুরের বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী এমএ বারী খানের কবর জিয়ারত করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়