শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ২১:১৫

তিন উপজেলায় সড়কে যৌথবাহিনীর চেকপোস্ট

চার শতাধিক যানবাহনে তল্লাশি।। ৩২ মামলায় পৌনে দুই লাখ টাকা জরিমানা

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
তিন উপজেলায় সড়কে যৌথবাহিনীর চেকপোস্ট

চাঁদপুর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে যৌথবাহিনী বিভিন্ন সড়কে ভ্রাম্যমাণ চেকপোস্ট স্থাপন করে চার শতাধিক যানবাহনে তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় ৩২ মামলায় ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) এ অভিযান পরিচালনা করা হয়।

সেনা ক্যাম্প থেকে প্রেরিত তথ্য থেকে জানা যায়, চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলায় যৌথবাহিনী পৃথক চেকপোস্ট বসিয়ে চার শতাধিক যানবাহনে তল্লাশি চালিয়েছে। এ সময় ট্রাফিক আইন লঙ্ঘন করার অপরাধে ৩২ মামলায় ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

শুক্রবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চেকপোস্টে তল্লাশির সময় এসব জরিমানা আদায় করা হয়।

বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান।

সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট এলাকায় যৌথবাহিনী চেক পোস্ট বসিয়ে ১০৯টি যানবাহনে তল্লাশি করে।

এ সময় লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি চালানো ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৯ মামলায় ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হাজীগঞ্জ উপজেলার রামগঞ্জ সড়কে চেকপোস্ট বসিয়ে ২০০ যানবাহনে তল্লাশি করে ১৩ মামলায় ১ লাখ ২ হাজার টাকা জরিমানা করা হয়।

সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলার চরকুমিরা এলাকায় চেকপোস্ট বসিয়ে ১০৩ যানবাহনে তল্লাশি করা হয়। এ সময় ১০ মামলায় জরিমানা করা হয় ১৮ হাজার টাকা।

লেফটেন্যান্ট মনজুরুল হাসান খান বলেন, দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইন পরিপন্থী সকল অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়