সোমবার, ১১ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ০০:১১

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

অনলাইন ডেস্ক

রোববার (১০ আগস্ট ২০২৫) দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রথম পৃষ্ঠায় প্রকাশিত ‘বাবুরহাটে এক শিক্ষকের জমি আত্মসাতের চেষ্টা।। শিক্ষক লাঞ্ছিত’ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে আমাদেরকে জড়িয়ে যা উল্লেখ করা হয়েছে তা আদৌ সত্য নয়। একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টায় ব্যর্থ হয়ে সাংবাদিকদের ভুল তথ্য প্রদান করে পত্রিকায় সংবাদ প্রকাশ করে।

প্রকৃত ঘটনা হচ্ছে, ৩০নং শিলন্দিয়া মৌজার সাবেক ৬১ দাগ, বর্তমানে আগত খতিয়ান ১৭২৩, দাগ নং ৯১,১৭, দাগে ৪৮ শতাংশের মধ্যে ১৭ দাগে ৩৮ শতাংশ নিয়ে উচ্ছেদ মামলা করি।

অবমুক্তি মামলা নং ৪৩১২, যার রায় ৪/৩/২০১৩ তারিখে ঘোষণা করা হয়। ১০/৩/১৩ ডিক্রি মূল্যে অবমুক্ত করেন মনির শেখ গং। ২৫ জুলাই উভয় পক্ষ থানায় বসি। আমরা সকল কাগজপত্র নিয়ে আসি। সালিসে সিদ্ধান্ত হয়, মামলা শেষ না হওয়া পর্যন্ত যে যেভাবে আছে সেভাবে অবস্থান করার জন্যে। প্রফেসর নজরুল ইসলাম গং থানায় বসা সালিসি সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে প্রভাব বিস্তার করে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। কাজ না করার জন্যে আমরা নিষেধ করলে আমার ছোট ভাই লিটন শেখকে মারধর করে। এমনকি হত্যার হুমকি দেয়। এ নিয়ে বাড়াবাড়ি করলে বাড়িছাড়া করবে বলে হুমকি দেয়। প্রফেসর নজরুল ইসলাম গং প্রভাবশালী হওয়ায় এলাকার কেউ ভয়ে কিছু বলতে সাহস পায়নি।

নজরুল ইসলাম শেখ বলেন, কেউ আমাদের বিরুদ্ধে কথা বলার সাহস নেই। ৯ আগস্ট লিটন শেখকে মারধর ও জোরপূর্বক দোকান নির্মাণের ঘটনায় চাঁদপুর মডেল থানায় লিটন শেখ অভিযোগ দেয়। নজরুল ইসলাম শেখ আমাদের বিরুদ্ধে পূর্ব থেকেই সম্পত্তিগত বিরোধ নিয়ে শত্রুতা করে আসছে। এমনকি সাংবাদিকদের ভুল তথ্য প্রদান করে আমাদেরকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্যে পত্রিকায় সংবাদ প্রকাশ করে। আমরা প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাই।

নিবেদক : সকলের পক্ষে মো. বিল্লাল শেখ, পিতা মৃত আ. মতিন শেখ, গ্রাম-শিলন্দিয়া, পোঃ বাবুরহাট, উপজেলা ও জেলা-চাঁদপুর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়