শুক্রবার, ০৮ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ২২:২৫

মতলবে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি

রেদওয়ান আহমেদ জাকির।।
মতলবে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি
মতলব দক্ষিণে প্রাথমিক শিক্ষক সমিতির নেতবৃন্দের উপজেলা পরিষদ সম্মুখে মানববন্ধনের একাংশ

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মতলব দক্ষিণ উপজেলা শাখার আয়োজনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা নিয়ে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং অন্যায় আবদারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট ২০২৫) বিকেলে মতলব-বাবুরহাট পেন্নাই সড়কস্থ উপজেলা পরিষদ সম্মুখে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জেসমিন সুলতানা, মতলব মডেল সপ্রাবির প্রধান শিক্ষক সুইটি শিরিন হ্যাপী, চরনিলক্ষ্মী সপ্রাবির প্রধান শিক্ষক নুরুন নাহার বকুল, উপাদী সপ্রাবির প্রধান শিক্ষক নুরুল ইসলাম মুন্সী, নারায়ণপুর সপ্রাবির প্রধান শিক্ষক সোহরাব হোসেন, নাগদা সপ্রাবির প্রধান শিক্ষক কাজল কুমার দে, প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মুমিন, মিজানুর রহমান, সাইফুর রহমান, শিক্ষক নেতা হাসান আল মামুন, সহকারী শিক্ষক নজরুল ইসলাম, সফিকুর রহমান, উত্তম কুমার দে, আনিছুর রহমান, জানিবুল হক, দেলোয়ার হোসেন, মো. হানিফ মিয়া, ওসমান গনি প্রমুখ।

সমিতির সভাপতি জেসমিন সুলতানা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা চালু করার জন্যে আমরা সরকারকে প্রাথমিক শিক্ষকদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এতে করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা বৃত্তিলাভ করে তাদের পরবর্তী শিক্ষা ধাপে এগিয়ে যেতে সহায়তা পাবে। পরে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমজাদ হোসেনের কাছে স্মারকলিপি প্রদান করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়