মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ১৯:৫৬

ফল ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

হাজীগঞ্জ বাজার যানজট ও দখলমুক্ত রাখতে প্রশাসন কঠোর অবস্থানে!

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জ বাজার যানজট ও দখলমুক্ত রাখতে প্রশাসন কঠোর অবস্থানে!

হাজীগঞ্জ বাজারকে যানজটমুক্ত রাখতে এবং ফুটপাত দখলমুক্ত রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। প্রশাসনিক কর্মকর্তারা বাজারটি সার্বক্ষণিক নজরদারিতে রেখেছেন। যেখানে ফুটপাত বা সড়কের পাশ দখল হচ্ছে সেখানেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এমন এক অপরাধে এক ফল ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৩ আগস্ট ২০২৫) দিবাগত রাতে হাজীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আল আমিন নামের এক ফল ব্যবসায়ীকে জরিমানা আরোপ ও আদায় করে ভবিষ্যতের জন্যে সতর্ক করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাবেদ হোসেন চৌধুরী। তার অপরাধ ছিলো সে তার মালামাল নিয়ে ফুটপাতে বসেছিলো। অথচ ১ আগস্ট থেকে প্রশাসন এ বিষয়ে জিরো টলারেন্স। চরম ভোগান্তি এবং দুর্ভোগ থেকে জনগণকে মুক্তি দিতেই প্রশাসনের এই কঠোর অবস্থান।

জানা যায়, হাজীগঞ্জ বাজারের বছরের পর বছর দুঃখ ছিলো যানজট। এই যানজট নিরসনে গত ১ আগস্ট থেকে হাজীগঞ্জ বাজারে প্রশাসন ও যৌথবাহিনীর সদস্যদের চলছে কঠোর নজরদারি। হকার উচ্ছেদে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ অভিযান চলমান রয়েছে। এর মধ্যে যারা নির্দেশনা অমান্য করছেন, তাদেরকে প্রাথমিক অবস্থায় সতর্ক ও পরবর্তীতে জরিমানা করা হচ্ছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাবেদ হোসেন চৌধুরী বলেন, জনস্বার্থে হাজীগঞ্জ বাজারের পথচারীদের ভোগান্তি ও দুর্ভোগ দূর করতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত ঘোষণা করেছে প্রশাসন। বিষয়টি নিশ্চিতকরণে প্রশাসন ও যৌথবাহিনীর নজরদারির পাশাপাশি অভিযান চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়