রবিবার, ০৩ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ২১:১৬

ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ে জলবায়ু বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

এম এইচ হক।।
ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ে জলবায়ু বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা
ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ে জলবায়ু বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে বিজয়ী ও রানার আপদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

চাঁদপুর শহরের ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (LEISE) প্রকল্পের নির্দেশনায় আয়োজিত এ প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিতর্কের বিষয় ছিলো : জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্র কিন্তু ভুক্তভোগী উন্নয়নশীল রাষ্ট্র। প্রতিযোগিতায় পক্ষ দল হিসেবে অংশ নেয় চাঁদনী ইসলাম মীম, জান্নাতুল মেধা ও তানহা; আর বিপক্ষ দলে ছিলো ইলমা জাহান মীম, মারজিয়া আক্তার প্রেমা ও মরিয়ম আক্তার। তীব্র যুক্তি-তর্ক শেষে পক্ষ দল বিজয়ী হয়। শ্রেষ্ঠ বক্তা হন পক্ষদল নেতা তানহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধানিয়া। মডারেটরের দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক মো. ইফতেখার হোসেন। বিচারকের দায়িত্ব পালন করেন সহকারী প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন, সহকারী শিক্ষক মো. আনোয়ার হোসেন ও বিদ্যুৎ সরকার। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন, রানারআপ ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধানিয়া। এ সময় সহকারী প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়