সোমবার, ০৪ আগস্ট, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ জুন ২০২৫, ২০:২০

যৌথবাহিনীর অভিযানে মোবাইল চোর সিন্ডিকেট সদস্য আটক

স্টাফ রিপোর্টার।।
যৌথবাহিনীর অভিযানে মোবাইল চোর সিন্ডিকেট সদস্য আটক
যৌথবাহিনীর অভিযানে আটক মোবাইল চোর চক্রের সদস্য।

চাঁদপুর শহরে যৌথবাহিনী মোবাইল চোর সিন্ডিকেটের তালিকাভুক্ত এক সদস্যকে আটক হয়েছে।

চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,

শনিবার (২১ জুন ২০২৫) রাত ১১টা ৫৫ মিনিটের সময় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর আর্মি ক্যাম্প হতে তালিকাভুক্ত অপরাধী এবং চোরাকারবারিদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকা থেকে মোবাইল চোর সিন্ডিকেটের সদস্য মো. সোহেল রানা (২১)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নিকট থেকে ১টি মোবাইল ফোন এবং ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থাগ্রহণ করার জন্যে উদ্ধারকৃত সামগ্রী ও গ্রেফতারকৃতকে চাঁদপুর সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়