মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫, ১৭:২৫

মতলব উত্তরে কৃষি জমিতে অবৈধভাবে ড্রেজারে বালু উত্তোলন

হুমকির মুখে ফসলি জমি

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তরে কৃষি জমিতে  অবৈধভাবে ড্রেজারে বালু উত্তোলন
মতলব উত্তরের পাহাড়ের চক এবং ইছাখালী বিলে ফসলি জমিতে মিনি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছেন সাইফুল।

মতলব উত্তর উপজেলায় কৃষি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ফসলি জমি ধ্বংস করা হচ্ছে। দুর্গাপুর ইউনিয়ন ও বাগানবাড়ি ইউনিয়নের মাঝামাঝি স্থান পাহাড়ের চক এবং ইছাখালী বিল থেকে মিনি ড্রেজার দিয়ে এই বালু উত্তোলন করা হচ্ছে। এতে করে ধ্বংস হচ্ছে ফসলি জমি।

অবৈধভাবে বালু উত্তোলন করছেন মিঠুরকান্দি গ্রামের সাইফুল মিয়া। মিনি ড্রেজার দিয়ে চলছে তার অবৈধ বালু ব্যবসা। তিনি সারাবছরই অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের কাজ চালিয়ে যাচ্ছেন বলে দাবি করেছেন স্থানীয়রা। বিশাল ফসলি জমি নষ্ট করে ড্রেজিং কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সাইফুল। এতে পার্শ্ববর্তী জমিগুলো নষ্ট হচ্ছে বলে দাবি করেছেন পার্শ্ববর্তী সকল জমির মালিকরা।

জানা গেছে, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে বাগানবাড়ি ও দুর্গাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার কৃষি জমিতে ও ঝুঁকিপূর্ণ কিছু স্থান থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে অসাধু ব্যবসায়ী ও ড্রেজারের মালিক মো. সাইফুল। তিনি প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে মিনি ড্রেজার দিয়ে ফসলি জমি থেকে মাটি উত্তোলন করে চলছেন।

এ বিষয়ে জিজ্ঞাসিত হয়ে তিনি বলেন, আমি নিয়ম মেনেই জমিতে ড্রেজিং করে বালু উত্তোলন করছি।

মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থাগ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়