শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৬ মার্চ ২০২৪, ২২:৪৭

পশ্চিম সকদীতে সম্পতিগত বিরোধে হামলায় নারীসহ ৪ জন আহত

পশ্চিম সকদীতে  সম্পতিগত বিরোধে  হামলায়  নারীসহ ৪ জন আহত
অনলাইন ডেস্ক

২৬ মার্চ ইফতারের পর চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী গ্রামের বকশী মিজি বাড়িতে সম্পত্তিগত বিরোধে হামলায় নারীসহ ৪ জন আহত হয়েছে।

জানাযায়, আবুল বাশার মিজির পৈত্রিক সম্পত্তিতে তাঁর ছেলে খোকন মিজি বিল্ডিং নির্মাণ কাজ করে আসছে। একই বাড়ির

জাহাঙ্গীর মিজি, আলমগীর মিজি, সুমন মিজি ও আলামিন মিজি রাস্তার পথকে কেন্দ্র করে

দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অর্তকিত হামলা চালায়। বসতঘর ভাংচুর ও নির্মাণাধীন বিল্ডিংয়ের ইট ভেঙে ফেলে । এমনকি খোকন মিজির ঘরে থাকা ঘর নির্মাণ করার ২ লাখ টাকা নিয়ে যায়। হাবিবের স্ত্রী মৌসুমির গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্ণের চেইন চিনিয়ে নেয়।

হামলায় আহতরা হলেন, ফজিলাতুন্নেছা (৬৬) মোঃ খোকন (২৭) মোঃ হাবিব (২৯) হ্রদয়( ১৮)

এর উপর হামলা করে ঘরে আটকে রাখে।আহত হাবির চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নেয়।বাকীরা প্রাথমিক চিকিৎসা নেয়।

এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়