শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০০:২৯

শ্রীনগরের জলবন্দি জনপদ: সমাধানহীন দুর্ভোগে ভুক্তভোগীরা

শ্রীনগরের কান্না!

খাল দখল আর ড্রেনেজ অব্যবস্থায় ডুবছে গ্রাম

আব্দুল মান্নান সিদ্দিকী
শ্রীনগরের কান্না!

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চলে একটুখানি বৃষ্টি হলেই ঘরবাড়ি জলমগ্ন হয়ে পড়ে। এলাকাবাসীর অভিযোগ, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকাই এ জলাবদ্ধতার মূল কারণ।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার বেশ কিছু খাল-বিলের মুখ প্রভাবশালী মহলের দখলে চলে গেছে। অনেকে এসব খাল-বিল ভরাট করে সেখানে বাড়িঘর ও স্থাপনা নির্মাণ করেছেন। ফলে বৃষ্টির পানি স্বাভাবিকভাবে নিষ্কাশন হতে পারছে না। এর ফলে প্রতি বছর বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই গ্রামীণ জনপদ প্লাবিত হয়, ঘরবাড়ি ও আঙিনা তলিয়ে যায়।

ভুক্তভোগীরা জানান, বছরের পর বছর তারা এ দুর্ভোগে পড়লেও সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি। একাধিকবার জনপ্রতিনিধিদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। কর্তৃপক্ষ আশ্বাস দিলেও বাস্তবায়ন না হওয়ায় সমস্যা থেকে যাচ্ছে আগের মতোই।

1757701695043

স্থানীয় বাসিন্দা আব্দুল করিম বলেন, “একটু বৃষ্টি হলেই ঘরে পানি ঢুকে পড়ে। পরিবার নিয়ে দুর্ভোগে থাকতে হয়।”

আরেক বাসিন্দা রোকেয়া বেগম বলেন, “শিশুরা স্কুলে যেতে পারে না, রান্নাঘরে পানি ওঠে। দিনের পর দিন আমরা কষ্ট করে যাচ্ছি।”

এলাকাবাসীর দাবি, খাল-বিল দখলমুক্ত করে নতুন ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। অন্যথায় প্রতি বর্ষায় একই সমস্যার পুনরাবৃত্তি ঘটবে।

একটুখানি বৃষ্টিতে শ্রীনগরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা এখন নিত্যনৈমিত্তিক ভোগান্তি। স্থায়ী সমাধান না হলে এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকা আরও বিপর্যস্ত হয়ে পড়বে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়