বুধবার, ২৭ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২২, ১৭:০৯

হাজীগঞ্জে ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি গঠন নিয়ে ভাংচুর

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি গঠন নিয়ে ভাংচুর

হাজীহাজীগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের কমিটির সাধারন সম্পাদক ঘোষনা নিয়ে সমাবেশ স্থলে ব্যাপক ভাংচুর হয়েছে। এতে করে প্রায় শতাধিক চেয়ার ও মঞ্চ ভাংচুর হয়। এ সময় পদ বঞ্চিত কিছু কর্মী চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বলাখালে সড়ক অবরোধের চেষ্টা চালালে পুলিশের বাঁধায় তা ভন্ডুল হয়ে যায়। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে পৌরসভার বলাখাল আর জে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায় মঙ্গলবার সকাল ১০ টায় স্থানীয় বলাখাল আর জে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়। সন্মেলনের প্রথম পর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে সভাপতি পদে দুই জনের নাম প্রস্তাব আসে ও সাধারন সম্পাদক পদে ৫ জনের নাম প্রস্তাব আসে। সবশেষে

পৌর আওয়ামীলীগের সভাপতি আ স ম মাহবুব উল আলম লিপন সভপতি পদে নান্নু বেপারীকে ও সাধারন সম্পাদক পদে নাঈম হোসেন মুন্সীর নাম ঘোষনা করেন। এর পরেই সাধারন সম্পাদক পদের অন্য প্রার্থীগনের নেতাকর্মীরা মঞ্চের পূর্ব পাশ থেকে ভাংচুর শুরু করে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী সভাপতি যদু বেপারী ও সঞ্চালনা করেন পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সৈয়দ আহম্মদ খসরু। এ সময় সহশ্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ যোবাইর সৈয়দ জানান, আওয়ামীলীগের একটি অংশ বলাখাল বাজারে সড়ক অবরোধের চেষ্টা করে। এ সময় আমাদের পুলিশ তাদেরকে অবরোধ করতে দেয়নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়