বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ২১:১৬

বাবুরহাটে ধানের শীষের সমর্থনে ১৪নং ওয়ার্ড বিএনপির বিশাল মিছিল

পলাশ দে
বাবুরহাটে ধানের শীষের সমর্থনে ১৪নং ওয়ার্ড বিএনপির বিশাল মিছিল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) নির্বাচনী এলাকা। এরই ধারাবাহিকতায় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর সমর্থনে বাবুরহাটে এক বিশাল মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই নির্বাচনী প্রচারণা চালানো হয়।

মিছিলটি বাবুরহাট বাজারের গুরুত্বপূর্ণ স্থানসমূহ প্রদক্ষিণ করে। এরপর বাবুরহাট মডেল টাউন হয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কমতলব রোড অতিক্রম করে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ (স্কুল শাখা) প্রাঙ্গণে গিয়ে মিছিলটি শেষ হয়।

মিছিল চলাকালীন নেতা-কর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বিভিন্ন স্লোগান দেন এবং সাধারণ মানুষের হাতে নির্বাচনী লিফলেট তুলে দেন।

নির্বাচনী এই মিছিলে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন। পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দলছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত থেকে ধানের শীষের পক্ষে জনমত গঠনে সক্রিয় ভূমিকা রাখেন।

বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়