সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ২১:২৭

ফরিদগঞ্জের গুপ্টিতে বিএনপি প্রার্থী লায়ন হারুনুর রশিদ

জনগণের দল বিএনপি জনগণের জন্যেই কাজ করতে বদ্ধপরিকর

‎প্রবীর চক্রবর্তী।।
জনগণের দল বিএনপি জনগণের জন্যেই কাজ করতে বদ্ধপরিকর

‎চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ রোববার (২৫ জানুয়ারি ২০২৬) উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের ত্রিদোনা, দত্রা, গুপ্টি গ্রামের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করেছেন। গণসংযোগকালে তিনি বলেন, নানা ঘাত প্রতিঘাতের মধ্যেও বিএনপি এক মিনিটের জন্যেও রাজপথ ছাড়েনি। কারণ বিএনপি জনগণের দল। তাই দল হিসেবে বিএনপি জনগণের জন্যে কাজ করতে বদ্ধপরিকর। কারণ বিএনপি শহীদ জিয়ার দল, বেগম খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল। যাদের কাছে এদেশের মানুষের বাইরে কোনো কিছুই নেই। আগামী নির্বাচনকে ঘিরে আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা ব্যক্ত করেছেন। যা ৩১ দফার মাধ্যমে ইতোমধ্যেই আপনারা জেনেছেন। এর বাইরেও আরো অনেক কিছুই রয়েছে। আপনাদের ভোটের মাধ্যমে ফরিদগঞ্জসহ সারাদেশে বিএনপির বিজয়ে দল রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্ব পেলে তার প্রতিফলন দেখবেন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের মনে রাখতে হবে, আমাদের দল বিএনপি, তার প্রতীক ধানের শীষ। এর বাইরে কোনো মার্কা নেই। যারা ইতোমধ্যেই মাঠে অন্য প্রতীক নিয়ে নিজেদেরকে বিএনপি দাবি করে ভোট চাইছেন, তাদের বিষয়ে সাবধান থাকবেন। ধানের শীষের বাইরে কোনো কথা নেই। আমি ব্যক্তি হারুন নয়, আপনাদের চিন্তা করতে হবে এই প্রতীক শহীদ জিয়ার, বেগম খালেদা জিয়ার, তারেক রহমানের।

এ সময়ে গুপ্টি পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান পাটওয়ারী, ছাত্রদল নেতা রাশেদ পাটওয়ারীসহ ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়