প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ২০:২৪
ফরিদগঞ্জে ধানের শীষের প্রার্থী হারুন রশিদ বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বিএনপির প্রার্থী লায়ন হারুনুর রশিদ এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসমাইল তালুকদার খোকনকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ফরিদগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি ২০২৬) বিকেলে ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর ইউনিয়নের উভারামপুর চৌরাস্তা এলাকায় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস রিহাব মিজির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবু, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এম এ কাইয়ুম, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক আশরাফ হোসেন আশু খান এবং সমাজসেবক মুকুল তালুকদার।
বক্তারা বলেন, চাঁদপুর-৪ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী লায়ন হারুনুর রশিদের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে সম্প্রতি পরিকল্পিতভাবে একটি কুরুচিপূর্ণ কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। ওই কল রেকর্ডে আওয়ামী লীগের সুবিধাভোগী সামসুল আলম হিরু নামের ব্যক্তির কণ্ঠ ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করা হয়েছে বলে তারা অভিযোগ করেন।
বক্তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণের জন্যে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানান। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন উপজেলা তাঁতী দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান পাটোয়ারী, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম বেপারী, ৩নং সুবিদপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি নাছির মোল্লা, সাবেক সভাপতি অনিক হাসান মাসুম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোতালেব বেপারী এবং চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মাসুম হোসেন তন্ময়।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার চার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।








