রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ২১:৫৭

ফরিদগঞ্জের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের ওপর হামলার অভিযোগ

ফরিদগঞ্জ ব্যুরো।।
ফরিদগঞ্জের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের ওপর হামলার অভিযোগ

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নানের সমর্থক গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. আ. কাদির তপদার (৬০)-এর ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলার ঘটনাটি শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোয়ালভাওর বাজারে ঘটে। এ ব্যাপারে আব্দুল কাদির তপাদারের স্ত্রী রহিমা বেগম থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে প্রকাশ, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নানের সমর্থক গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. আ. কাদির তপদার শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোয়ালভাওর বাজারে চিংড়ি প্রতীকের সমর্থনে নির্বাচনী প্রচারণা করার সময় স্থানীয় মো. শাহাদাৎ গাজী, মো. শাহাবুদ্দিন পাটওয়ারী, মাইন উদ্দিন গাজীগং তার ওপর হামলা করে তাকে মারাত্মক আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকগণ তাকে চাঁদপুরে রেফার করেন।

এ ব্যাপারে আব্দুল কাদিরের স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে শনিবার রাতে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।

এদিকে ইউপি সদস্য আবদুল কাদিরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নান। তিনি অবিলম্বে আব্দুল কাদিরের ওপর হামলাকারীদের আটক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়