রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১৯:০১

ফরিদগঞ্জের সুবিদপুর পূর্ব ইউনিয়নে গণসংযোগ

ধানের শীষের বিজয় মানে ৩১দফা বাস্তবায়নের পথে একধাপ এগিয়ে যাওয়া

..... লায়ন মো. হারুনুর রশিদ×

প্রবীর চক্রবর্তী
ধানের শীষের বিজয় মানে ৩১দফা বাস্তবায়নের পথে একধাপ এগিয়ে যাওয়া

‎চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী

দল-বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের বাসারা, তেলিশাইর , ফনিশাইর, লক্ষ্মীপুর এলাকার বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ এবং পথসভা করেছেন।

পথসভায় ও গণসংযোগকালে তিনি বলেন, কেউ কেউ বলছেন, দলের বিপক্ষে নয় ব্যক্তির বিপক্ষে নির্বাচন করছেন। যা জনগণকে বিভ্রান্ত করা ছাড়া কিছুই নয়। কারণ আমাদের দল একটা, প্রতীকও একটা, তা হলো ধানের শীষ। বড়ো দল হিসেবে মনোনয়ন অনেকেই চাইবেন, কিন্তু দল একজনকেই মনোনয়ন দেবে। সেই হিসেবে ফরিদগঞ্জে দল আমাকে ধানের শীষ প্রতীক দিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছেন। দলের নেতাকর্মীদের দায়িত্ব ধানের শীষের বিজয় নিশ্চিত করা। মনে রাখবেন, ধানের শীষের বিজয় মানে নতুন বাংলাদেশ নির্মাণের পথের অগ্রগতি; ৩১দফা বাস্তবায়নের পথে একধাপ এগিয়ে যাওয়া। আমাদের মাতা বিএনপির সাবেক চেয়ারপার্সন, তিনবারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া এদেশের মানুষের জন্যে নিজের জীবন বিলিয়ে গেছেন। তাঁর সম্মান রক্ষার্থে, তাঁর স্বপ্ন সার্থক করতে এবং শহীদ জিয়ার আদর্শকে এগিয়ে নিতে বিএনপি ক্ষমতায় গেলে দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে। যার নেতৃত্ব দেবেন তারুণ্যের অহংকার বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি ইতোমধ্যেই বিভিন্ন জেলায় গিয়ে মানুষের কাছে বিএনপির স্বপ্নের কথা জানান দিচ্ছেন। নতুন প্রজন্মের জন্যে একটি সুন্দর বাংলাদেশ তৈরির কথা বলছেন তিনি। তাঁর এই স্বপ্ন সফল করতে আমাদের সকলকে ফরিদগঞ্জ থেকে ধানের শীষকে বিজয়ী করতে হবে। মান অভিমান আমার সাথে থাকতে পারে, কিন্তু দলের সাথে মান-অভিমান থাকার সুযোগ নেই। গত ১৭ বছর আমরা যেমন ভোট দিতে পারি নি, তেমনি রাতে বাসায় ঘুমাতেও পারি নি। তাই ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে নিশ্চিন্তে রাতে বাড়িতে থাকাটা নিশ্চিত করবো।

এ সময় তাঁর সাথে উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাড. দুলাল মিয়া পাটওয়ারী, জেলা যুবদলের সদস্য আ. মতিন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম স্বপনসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়