প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১৭:১৭
শাহরাস্তিতে বিএনপির গ্রুপিংয়ের অবসান
এক হয়ে কাজ করার ঘোষণা

চাঁদপুর-৫ (শাহরাস্তি- হাজীগঞ্জ) আসনে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন বিএনপির নেতৃবৃন্দ। সোমবার (১২ জানুয়ারি ২০২৬) দুপুরে জেলা বিএনপির সহ-সভাপতি আবদুল মান্নান পাটোয়ারীর মধ্যস্থতায় একটি সভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক ও দ্বিধাবিভক্ত নেতাকর্মীরা উপস্থিত হয়ে একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ঘোষণা দেন। এ সময় একে অপরকে জড়িয়ে ধরে শুভেচ্ছা বিনিময় করেন। দলীয় প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মো. মোস্তফা কামাল। এছাড়াও বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হালিম টিটু, মাওলানা নজরুল ইসলাম, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, সহ-সভাপতি আবু ইউসুফ রুপম, অধ্যক্ষ আলমগীর কবির পাটোয়ারী, আবুল বাসার, হাবিবুর রহমান পাটোয়ারী, খালেদ মিঠু, আলী আজগর মিয়াজী, সাইফুল করিম মিনার ও কাজী জাহাঙ্গীর আলম একে অপরের সাথে কুশল বিনিময় করেন। বিএনপির দ্বিধা-বিভক্তি নিরসনে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিমুল্লাহ সেলিম। বিএনপির গ্রুপিং নিরসনের সংবাদ পেয়ে মূহুর্তের মধ্যে সভাস্থলে শতশত নেতাকর্মী উপস্থিত হন।







