বৃহস্পতিবার, ০১ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ১৮:৪৭

চাঁদপুর-৪ আসনে হাজী মোজাম্মেলের ইঙ্গিতপূর্ণ পোস্ট!

মনোনয়নপত্রে স্বতন্ত্রের পরিবর্তে বিএনপি লেখায় তোলপাড়

প্রবীর চক্রবর্তী।।
মনোনয়নপত্রে স্বতন্ত্রের পরিবর্তে বিএনপি লেখায় তোলপাড়

আগামী ১২ ফ্রেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে মনোনয়নপত্র দাখিলকারীদের একজন বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মোজাম্মেল। ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে মনোনয়নপত্র জমাদানের শেষদিন দল মনোনীত প্রার্থীর বাইরে দলীয় মনোনয়ন চেয়েও না পাওয়া যেই তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, তিনি তাদের একজন। মনোনয়নপত্র জমাদানকালে বাকি দুজন এমএ হান্নান ও অ্যাড. আব্বাস উদ্দিন স্বতন্ত্র প্রার্থী পরিচয় নিজেদের মনোনয়নপত্রে উল্লেখ করেন। কিন্তু হাজী মোজাম্মেল মনোনয়নপত্রে দলের নামের স্থানে বিএনপি উল্লেখ করেছেন। সে হিসেবে নির্বাচন কমিশন তাকে বিএনপি প্রার্থী হিসেবে দেখিয়েছে। এদিকে হাজী মোজাম্মেলের বিএনপি প্রার্থী হিসেবে দেখানোর ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। বিএনপির মনোনয়ন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এমন ইঙ্গিত করে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মোজাম্মেল বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে জানান, "আমি গর্বের সঙ্গে বলছি, আমি বিএনপির একজন আদর্শিক কর্মী। চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়নের জন্যে বৈধ ও নিয়মতান্ত্রিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছি। কিন্তু দুঃখজনকভাবে একটি কুচক্রী ও ষড়যন্ত্রকারী মহল আমার সম্মান, রাজনৈতিক অবস্থান ও ভাবমূর্তি ক্ষুণ্ন করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা বিভ্রান্তি ছড়াচ্ছে। আমি নাকি বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দিয়েছি। আমি স্পষ্ট করে বলতে চাই, আমি বিদ্রোহী নই। দল, নেতৃত্ব ও শহীদ জিয়ার আদর্শের প্রতি আমার আস্থা প্রশ্নাতীত। আমি শেষ মুহূর্ত পর্যন্ত দলীয় মনোনয়নের জন্যে ধৈর্য ধরে অপেক্ষা করবো। যদি দলীয় সিদ্ধান্ত আমার পক্ষে না আসে, তবে আমি কোনো দ্বিধা ছাড়াই দলীয় শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখে নিজের প্রার্থিতা প্রত্যাহার করবো।"

এ ব্যাপারে তিনি মুঠোফোনে জানান, আমি বিএনপির বাইরের কেউ নই। দলের ইঙ্গিত থাকায় আমি এভাবে মনোনয়নপত্র জমা দিয়েছি। আমি শেষ পর্যন্ত দেখবো। চূড়ান্তভাবে মনোনয়ন না পেলে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবো। যদিও চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম জানান, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আমাদের একজনই প্রার্থী। তিনি সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ। বিকল্প কোনো প্রার্থী দেয়া হয়নি। তিনি কীভাবে বিএনপির প্রার্থী দাবি করছেন, তা আমাদের বোধগম্য নয়। এ ব্যাপারে ফরিদগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহজাহান মামুন জানান, হাজী মোজাম্মেলের মনোনয়নপত্রে দলের স্থানে বিএনপি লেখা থাকায় আমরা বিএনপি হিসেবে চিহ্নিত করেছি। তবে তিনি যাচাই বাছাইকালে দলীয় মনোনয়ন দেখাতে না পারলে তার মনোনয়নপত্র বাতিল হয়ে যাবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়