বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ২১:১৮

মতলব উত্তরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা

মাহবুব আলম লাভলু।।
মতলব উত্তরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা

মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের সুজাতপুর গ্রামে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) বাদ জোহর দুপুর ২টার সময় সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ আয়োজন করেন স্থানীয় নেতাকর্মীরা।

অংশগ্রহণ করেন ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাকির বেপারী, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজান সরকার, ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সরকার, ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল ফরাজী, ইউনিয়ন যুবদলের সাহিত্য বিষয়ক সম্পাদক কবির প্রধান, ইউনিয়ন যুবদলের সদস্য শাহজাহান, ইউনিয়ন ছাত্রদলের সদস্য রাসেল দর্জি, উপজেলা কৃষকদলের সদস্য নাজমুল হাসান, ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফারুক ফরাজি, বিএনপি নেতা ফারুক মিজি সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও মুসল্লিগণ।

জানাজার নামাজে ইমামতি করেন সুজাতপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. আবু হুরায়রা। জানাজাশেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়াও দো-জাহানের মুসলিম উম্মাহর জন্যে দোয়া করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়