শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ২১:৩২

হাইমচরের কমলাপুরে ২৪ প্রহর নামযজ্ঞ ও মহোৎসব অনুষ্ঠানে শেখ ফরিদ আহমেদ মানিক

চৌধুরী ইয়াসিন ইকরাম
হাইমচরের কমলাপুরে ২৪ প্রহর নামযজ্ঞ ও মহোৎসব অনুষ্ঠানে শেখ ফরিদ আহমেদ মানিক

হাইমচর উপজেলার ২নং আলগী উত্তর ইউনিয়নের কমলাপুরে তিনদিনব্যাপী ২৪ প্রহর নামযজ্ঞ ও মহোৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এ বছরও স্বর্গীয় গকুল বিহারী দাসের স্মরণে ৩৬তম বার্ষিকী উৎসবের আয়োজন করা হয়। শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) রাতে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জীবন কানাই'র বাড়িতে আয়োজিত এ অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে ধানের শীষের প্রার্থী ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। এ সময় তিনি মহোৎসবে উপস্থিত ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল মিশন, কোষাধ্যক্ষ কাদির বেপারী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক পাটওয়ারী, সমাজসেবক (অব.) মেজর জেনারেল জীবন কানাই, চাঁদপুর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক ঘোষ, জেলা পূজা উদযাপন পরিষদের নেতা পরেশ মালাকার।

অনুষ্ঠানের সভাপতি শ্রী লক্ষ্মণ দাস দেওয়ান, সেক্রেটারি শ্রী সজীব কুমার দাসসহ রাধামাধব সেবা সংঘের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়