প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৮
নির্বাচিত হলে ন্যায় ও নৈতিকতার ভিত্তিতে দায়িত্ব পালন করা হবে
------মাও. বিল্লাল হোসাইন মিয়াজী

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ)-এ দাঁড়িপাল্লার মনোনীত প্রার্থী মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী বলেছেন, একজন মুসলমান হিসেবে আল্লাহর বিধান মেনে চলা আমাদের দায়িত্ব ও কর্তব্য। সমাজকে আল্লাহর বিধান অনুযায়ী পরিচালনা করতে হলে নেতৃত্বে থাকা ব্যক্তিদেরও পরিবর্তন করে আল্লাহভীরু সৎ মানুষদের দায়িত্ব দিতে হবে। আর এ পরিবর্তন সম্ভব নির্বাচন মাধ্যমেই। আমরা যদি ইসলামী মূল্যবোধসম্পন্ন নেতৃত্বকে বিজয়ী করতে পারি, নির্বাচিত হলে ন্যায় ও নৈতিকতার ভিত্তিতে দায়িত্ব পালন করা সম্ভব হবে। তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে দলমত নির্বিশেষে ইসলামী ব্যক্তিত্ব দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে। তার নেতৃত্বে ফরিদগঞ্জে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকমুক্ত এলাকায় পরিণত হবে।”
পরে তিনি সবাইকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। আমি ও কর্মীদের মাঝে কোনো চাঁদাবাজ নেই। আমরা চাঁদাবাজি করবো না, কাউকে চাঁদাবাজি করতে দেবো না। আধুনিক ফরিদগঞ্জ নির্মাণে দাঁড়িপাল্লাকে বিজয়ী করুন।
তিনি বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন মদীনা বাজার, বাসারা বাজার ও কামতা বাজারে গণসংযোগ শেষে বক্তব্য রাখেন। এছাড়া বিকেল ৩ টায় ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন ৩নং ওয়ার্ড তেলিশাইর গ্রামে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আমীর মাওলানা মোহাম্মদ ইউনুস ও ইউনিয়ন আমীর মাওলানা নূরে আলম, সেক্রেটারি মাও. দেলোয়ার হোসেন প্রমুখ।








