শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ২০:২৬

বড় স্টেশন এলাকায় ব্যাপক গণসংযোগ

তরিকতপন্থী সুফিবাদী মানুষ এবার মোমবাতি মার্কায় ভোট দিবে'

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
তরিকতপন্থী সুফিবাদী মানুষ এবার মোমবাতি মার্কায় ভোট দিবে'

চাঁদপুর-৩ আসনে মোমবাতি প্রতীক সমর্থিত প্রার্থী বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) চাঁদপুর পৌরসভার ৭নং ওয়ার্ডে বড় স্টেশন এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। তিনি সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীন গণসংযোগ করেন। ৭নং ওয়ার্ডের পাইলট হাউজ, যমুনা রোড, টিলা বাড়ি, ক্লাব রোড, নদীর পাড়ের কান্দি ও রেলওয়ে লোকো কলোনি এলাকায় গণসংযোগ করেন।

এসব এলাকার প্রত্যেক ঘরে ঘরে এবং দোকানে নারী-পুরুষের কাছে তিনি আহলে সুন্নাত-এর পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম জানান। তিনি সবার হাতে তাঁর নির্বাচনী প্রচারণার লিফলেট তুলে দেন। এ সময় এসব এলাকার নারী-পুরুষ সকলে বলেন, আমরা তরিকতপন্থী সুফিবাদী মানুষ। সুফিরা শান্তিপ্রিয় মানুষ। তারা অহিংস চেতনায় বিশ্বাসী। তাই এবার আমরা সংসদ নির্বাচনে তরিকতপন্থী সুফিবাদের মার্কা, সুন্নী মুসলমানদের মার্কা মোমবাতি মার্কায় ভোট দেবো।

গণসংযোগে স্থানীয় ব্যবসায়ী, সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা অংশ নেন এবং প্রার্থীর পক্ষে ব্যাপক সমর্থন ব্যক্ত করেন।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়