সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ২১:৫৮

ফরিদগঞ্জে হাফেজ কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

স্টাফ রিপোর্টার।।
ফরিদগঞ্জে হাফেজ কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

বাংলাদেশ হাফেজ কল্যাণ ফাউন্ডেশন ফরিদগঞ্জ শাখার বৃত্তি পরীক্ষা ফরিদগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষা রোববার (২৫ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় রূপসা ইউনিয়নের গব্দেরগাঁও দারুসসুন্নাত সিদ্দিকিয়া ফরিদিয়া মডেল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসা থেকে ৪৫জন হাফেজে কোরআন অংশগ্রহণ করে। এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাফেজ কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় মহাসচিব হযরত মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম ছালেহী।

কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দীন। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন হাফেজ কল্যাণ ফাউন্ডেশনের

সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ নেছার উদ্দীন ছালেহী, হাফেজ শরীফুল ইসলাম ও হাফেজ আবু সাইদ।

শেষ অধিবেশনে ৪জনকে নতুন হেফজ সবক দেওয়া হয়। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হাফেজ আবদুর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাওলানা আরমান সাহেব, মোহাম্মদ ওসমান গনি রুবেল সহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তি।

উল্লেখ্য, আগামী ২০ ফেব্রুয়ারি ফলাফল নিজ নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

ছবির ক্যাপশন।। ফরিদগঞ্জে হাফেজ কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়