প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ২২:২৮
হাজীগঞ্জে সাংবাদিক হাবীবের বাবার মৃত্যুবার্ষিকী পালিত

হাজীগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক, দৈনিক ইলশেপাড়ের হাজীগঞ্জ ব্যুরো ইনচার্জ, জাতীয় দৈনিক ‘ডেইলি অবজারভার’ ও ‘প্রতিদিনের সংবাদ’-এর প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্যাহ্’র বাবা মরহুম মোহাম্মদ হারুন অর রশিদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) বাদ জোহর পৌরসভাধীন রান্ধুনীমুড়া রহমাতুল্লিল আলামীন এতিমখানা ও মাদ্রাসা কমপ্লেক্সে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. আল-আমিন।
এছাড়া বাদ আসর মরহুমের নিজ বাড়ি টোরাগড় গ্রামের ভুঁইয়া বাড়ির পারিবারিক কবরস্থানে মরহুম হারুন অর রশিদের মাগফেরাত কামনায় কবর জেয়ারত ও দোয়া এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন টোরাগড় পূর্বপাড়া হাজী রহিম উদ্দিন জামে মসজিদের খতিব ও পেশ ইমাম হাফেজ মাও. বিএম মাহাদী হাসান। এর আগে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন ও মিলাদ পরিচালনা করেন মসজিদের মোয়াজ্জিন হাফেজ মো. যুবায়ের ইসলাম।
উল্লেখ্য, ২০২০ সালের ২৫ জানুয়ারি মোহাম্মদ হারুন অর রশিদ অসুস্থতাজনিত কারণে নিজ বাড়িতে মারা যান।








