বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১৮:৩৮

সমাজকর্মী ও পল্লী চিকিৎসক মাহফুজা জালালের ইন্তেকাল

চাঁদপুরে শোকের ছায়া

পলাশ দে
চাঁদপুরে শোকের ছায়া
শোকের ছায়া : প্রতীকী

চাঁদপুর শহরের নাজির পাড়ার বিশিষ্ট নিবাসী এবং চাঁদপুর জজকোর্টের সিনিয়র আইনজীবী মরহুম অ্যাডভোকেট সরকার মোহাম্মদ জালালউদ্দিনের সহধর্মিনী মাহফুজা জালাল (৬৮) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বিশিষ্ট কবি, লেখক ও সংগঠক অ্যাডভোকেট ফখরুল আলম অপুর মাতা।

​পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৩ জানুয়ারি, ২০২৬) রাতে রাজধানীর পান্থপথের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র, পুত্রবধূ, নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বুধবার (১৪ জানুয়ারি, ২০২৬) ভোরে ফজরের নামাজের পর মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ঢাকার মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে স্বামী মরহুম অ্যাডভোকেট সরকার মোহাম্মদ জালালউদ্দিনের কবরের পাশে তাঁকে সমাহিত করা হয়েছে।

এক সময়ের নিবেদিতপ্রাণ এই সমাজকর্মীপল্লী চিকিৎসকের মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়লে চাঁদপুরের নাজির পাড়াসহ জেলাজুড়ে গভীর শোকের ছায়া নেমে আসে। প্রিয়জন ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

​মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় তাঁর দুই পুত্র মাহবুবুল আলম টিপু এবং অ্যাডভোকেট ফখরুল আলম অপু সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়