সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ২০:৩৭

জেলা পর্যায়ে গীতাপাঠ প্রতিযোগিতা ও বিজয়ীদের পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার।।
জেলা পর্যায়ে গীতাপাঠ প্রতিযোগিতা ও বিজয়ীদের পুরস্কার বিতরণ

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের উদ্যোগে দেশের বিভিন্ন জেলায় জাতীয় ও স্থানীয় পর্যায়ে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হচ্ছে। যেখানে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মানুষ অংশ নিচ্ছে, যা ধর্মীয় শিক্ষা ও নৈতিকতার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই প্রতিযোগিতাগুলো মূলত 'পূজা উদযাপন পরিষদ'-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় মন্দির বা সভাগৃহে আয়োজিত হচ্ছে, যা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দের সাথে পালিত হচ্ছে।

জাতীয় পর্যায়ে গৃহীত কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলায় জেলা পর্যায়ে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি ২০২৬) পুরাণবাজার রামঠাকুর দোল মন্দিরে এ আয়োজন সম্পন্ন হয়। এতে শতাধিক প্রতিযোগীর মধ্যে ক বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়, খ বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান বিজয়ী ৬জন চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্যে উত্তীর্ণ হয়। প্রতিযোগিতার পরপরই পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হন জাতীয় পর্যায়ে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ প্রতিযোগিতা ২০২৫-এর উপ-কমিটির সদস্য সচিব গোপাল চন্দ্র দেবনাথ।

সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী। সঞ্চালনা করেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ। আরো উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি পরেশ চন্দ্র মালাকার, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক গোপাল চন্দ্র সাহা, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, সাধারণ সম্পাদক মানিক লাল ঘোষ, চাঁদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল চন্দ্র সাহা ও সহ-সাংগঠনিক সম্পাদক কার্তিক চন্দ্র সরকার।

অনুষ্ঠানে বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার এবং বিচারকদের হাতে উপহার তুলে দেন জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। সবশেষে প্রসাদ গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়