বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ২১:২১

কুমিল্লা আড়াইওরা মহাশ্মশানে ২৩তম বার্ষিক হরিনাম মহাযজ্ঞোৎসব ২১ জানুয়ারি থেকে শুরু

কুমিল্লা আড়াইওরা মহাশ্মশানে ২৩তম বার্ষিক হরিনাম মহাযজ্ঞোৎসব ২১ জানুয়ারি থেকে শুরু
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে

জীব জগতের মঙ্গলার্থে অনুষ্ঠিত হবে শ্রীমদ্ভাগবত পাঠ ও ২০ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন মহোৎসব।

এ উপলক্ষে ২১ জানুয়ারি ২০২৬ (বুধবার) সন্ধ্যা হতে যথাক্রমে শ্রীমদ্ভাগবত পাঠ ও আলোচনা সভা শেষে শ্রীশ্রী চৈতন্য চরিতামৃত পাঠ এবং ২২ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১২টায় শ্রীশ্রী কালী মায়ের পূজা ও হোম শেষে বিকেলবেলা শুভ অধিবাস, গঙ্গা আবাহন ও মঙ্গল ঘট স্থাপন অন্তে শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন আরম্ভ। ওই অধিবাস কীর্তনে পুরোহিত্য করবেন ঐতিহ্যবাহী চাঁদপুর জেলার মতলব উপজেলা হতে আগত শ্রী বলরাম গোস্বামী এবং ২৩ জানুয়ারি শুক্রবার সকাল ১০টায় ২০২৫ সনে মহাশ্মশানে সৎকার কৃত প্রত্যেক বিদেহী আত্মার শান্তি কামনায় 'পিন্ডদান'। এতে পিন্ডদান করবেন- আড়াইওরা সার্বজনীন কালী বাড়ি ও মহাশ্মশান ব্যবস্থাপনা কমিটির সদস্য শীতল চন্দ্র শীল। শেষদিন ২৪ জানুয়ারি শনিবার মধ্যাহ্নে শ্রীশ্রী মহাপ্রভুর ভোগরাগ অন্তে উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ এবং পরদিন ২৫ জানুয়ারি রবিবার সূর্যোদয়ে অখণ্ড শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন সমাপ্ত। এছাড়াও আসছে ২৬ জানুয়ারি বৃহস্পতিবার শ্রীশ্রী বাসন্তী মায়ের পূজা ও মহাষ্টমী তিথিতে অনুষ্ঠিত হবে গোমতী নদীর পুণ্য সলিলে স্নান ও তর্পণ।

ওই অনুষ্ঠানে নামামৃত পরিবেশন করবেন সাতক্ষীরা হতে আগত নন্দ কিশোর সম্প্রদায় ও ব্রজগোপী সম্প্রদায়, খুলনার অষ্টসখী সম্প্রদায়, লক্ষ্মী প্রিয়া সম্প্রদায় ও বন্ধু সুন্দর সম্প্রদায় এবং ফেনীর ব্রজের কানাই সম্প্রদায়। ওই মহতী অনুষ্ঠানের প্রতিটি পর্বে সনাতনী সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়