বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৯:২১

সাংবাদিকতায় এমন সম্মাননা ও পুরস্কার চাঁদপুর কণ্ঠের জন্যে গৌরবের

অনলাইন ডেস্ক
সাংবাদিকতায় এমন সম্মাননা ও পুরস্কার চাঁদপুর কণ্ঠের জন্যে গৌরবের

চাঁদপুর প্রেসক্লাব ২০২৪ সাল থেকে সাংবাদিকতায় পুরস্কার প্রবর্তন করেছে। প্রথম বছরে দৈনিক চাঁদপুর কণ্ঠের নারায়ণপুর প্রতিনিধি মুহাম্মদ আরিফ বিল্লাহ অনুসন্ধানী সাংবাদিকতার জন্যে এ পুরস্কার পেয়েছেন। তিনি সাংবাদিকদের নেতা (নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি) ও একজন সুলেখক। ২০২৫ সালে চাঁদপুর প্রেসক্লাবের সাংবাদিকতা সম্মাননা পেয়েছেন দৈনিক চাঁদপুর কণ্ঠের নির্বাহী সম্পাদক ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মির্জা জাকির এবং সাংবাদিকতা পুরস্কার পেয়েছেন দৈনিক চাঁদপুর কণ্ঠের বিশেষ প্রতিনিধি কবির মিজি। এঁরা দুজনই সুলেখক ও সাহিত্য একাডেমি, চাঁদপুর-এর কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত সদস্য।

মির্জা জাকির চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠায় অন্যতম বলিষ্ঠ উদ্যোক্তা। এটা অকপটে স্বীকার করতেই হবে যে, মির্জা জাকিরের তাগিদে ও প্রেরণায় আলহাজ্ব অ্যাডভোকেট ইকবাল-বিন-বাশার ১৯৯৪ সালের ১৭ জুন চাঁদপুর কণ্ঠকে সাপ্তাহিক হিসেবে প্রতিষ্ঠা করেন, যেটি সাড়ে চার বছরের মাথায় ১৯৯৮ সালের ১৪ ডিসেম্বর দৈনিকে উন্নীত হয় এবং চাঁদপুরের সর্বপ্রথম ও সর্বাধিক প্রচারিত দৈনিকে পরিণত হয়। মির্জা জাকির প্রতিষ্ঠাকালে চাঁদপুর

কণ্ঠের বার্তা সম্পাদক হলেও বর্তমানে নির্বাহী সম্পাদক। তাঁর সাংবাদিকতার তিন দশকোত্তীর্ণ সময়ে চাঁদপুর প্রেসক্লাব তাঁকে

সাংবাদিকতা সম্মাননা দিয়ে যথার্থ মূল্যায়ন করেছে বলে আমরা মনে করি।

কবির হোসেন মিজি মূলত সাহিত্য অন্তঃপ্রাণ একজন মানুষ। তিনি সাহিত্য চর্চা করেন বলা যায় কৈশোরকালীন সময় থেকে। কবিতা লেখেন, গান লেখেন এবং নিজ কণ্ঠে গানও গেয়ে থাকেন। তিনি ছোট কাগজ সম্পাদনা করছেন দীর্ঘদিন ধরে, তাঁর কাব্যগ্রন্থও রয়েছে। সাহিত্য চর্চা তাঁর নেশা হলেও সাংবাদিকতা তাঁর পেশা। তিনি চাঁদপুর কণ্ঠের বিশেষ প্রতিনিধি, যিনি বিশেষ প্রতিবেদন লেখায় পারঙ্গমতা প্রদর্শন করে চলছেন। তিনি চাঁদপুর কণ্ঠের পাক্ষিক পাতা ‘সংস্কৃতি অঙ্গন’-এর বিভাগীয় সম্পাদক হিসেবে চাঁদপুরের সংস্কৃতি -জগতের সাথে সংশ্লিষ্টদের সাফল্য এবং এ জগতের সমস্যা-সম্ভাবনা তুলে ধরছেন নিরলসভাবে। তাঁকে চাঁদপুর প্রেসক্লাব সাংবাদিকতা পুরস্কার ২০২৫ দিয়ে যথার্থ মূল্যায়ন করেছে বলে আমরা মনে করি।

২০২৫ সালে চাঁদপুর প্রেসক্লাবের সাংবাদিকতা সম্মাননা পেয়েছেন তিনজন। মির্জা জাকির ছাড়া অন্য দুজন হচ্ছেন জ্যেষ্ঠ সাংবাদিক অধ্যাপক দেলোয়ার আহমেদ ও আলম পলাশ। এঁদের মধ্যে প্রথম আলোর জেলা প্রতিনিধি আলম পলাশ তাঁর সাংবাদিকতা শুরুর দিনগুলোর ক’বছর চাঁদপুর কণ্ঠে কাটিয়েছেন। কবির হোসেন মিজি ছাড়া এবার সাংবাদিকতা পুরস্কার পেয়েছেন আরো দুজন--এনটিভির

চাঁদপুর প্রতিনিধি শরীফুল ইসলাম ও ডিবিসি নিউজের চাঁদপুর প্রতিনিধি নজরুল ইসলাম আতিক। আমরা এ ছয়জনকেই হার্দিক অভিনন্দন জানাই এবং সাংবাদিকতায় তাঁদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। চাঁদপুর কণ্ঠের জন্যে গৌরবের বিষয় হলো এই যে, এ ছয়জনের মধ্যে দুজনই চাঁদপুর কণ্ঠে বর্তমানে কর্মরত এবং আরেকজন একসময় কর্মরত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়