প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ২১:৪৫
চাঁদপুর সংবাদপত্র হকার সমিতির সভাপতি আবু হানিফ খানের দাফন সম্পন্ন
চাঁদপুর সংবাদপত্র হকার সমিতির সভাপতি আবু হানিফের নামাজে জানাজাশেষে দাফন সম্পন্ন হয়েছে। ১ জানুয়ারি ২০২৫ (বৃহস্পতিবার) বাদ জোহর চাঁদপুর পৌর পার্কে অনুষ্ঠিত নামাজে জানাজায় ইমামতি করেন চৌধুরী জামে মসজিদের ইমাম মুফতি আব্দুল্লাহ হাদি।
|আরো খবর
জানাজার পূর্বে পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চেয়ে অতি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মরহুমের বড়ো ছেলে। এ সময় চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, সাবেক সভাপতি অ্যাড. ইকবাল-বিন-বাশার, কাজী শাহাদাত, রহিম বাদশা ও শাহাদাত হোসেন শান্ত, পাটোয়ারী নিউজ পেপার এজেন্সীর পক্ষে জসীম মেহেদী ও শুভ পাটোয়ারী এবং সংবাদপত্র হকার সমিতির সাধারণ সম্পাদক জামাল পাটোয়ারী ছাড়াও সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ সংবাদপত্র হকার সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। জানাজাশেষে আবু হানিফের মরদেহ চাঁদপুর বড় স্টেশনস্থ রেলওয়ে কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, হানিফ খান ১৬ ডিসেম্বর দুপুর ১২টার দিকে চাঁদপুর শহরের বিপণীবাগ থেকে ব্যক্তিগত কাজ শেষ করে বাইসাইকেলযোগে কালীবাড়ি মোড়ে আসার সময় বিপণীবাগ এলাকায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দীর্ঘ ১৬দিন সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ৩১ ডিসেম্বর বুধবার বিকেল সাড়ে ৫টায় মারা যান।




