বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৫

কুমিল্লায় শ্রীমৎ ভক্তিপ্রেম স্বামী মহারাজের ৫৮তম ব্যাস পূজা মহোৎসব

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।।
কুমিল্লায় শ্রীমৎ ভক্তিপ্রেম স্বামী মহারাজের ৫৮তম ব্যাস পূজা মহোৎসব

কুমিল্লায় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকনের গুরুবর্গের অন্যতম আচার্য, দীক্ষাগুরু, জিবিসি নিত্যলীলায় প্রবিষ্ট ওঁ বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজক আচার্য অষ্টোত্তরশত শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ এর বিশেষ কৃপাধন্য শিষ্য শ্রীমৎ ভক্তিপ্রেম স্বামী মহারাজের ৫৮তম ব্যাস পূজা মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) বুধবার কুমিল্লা জগন্নাথপুর আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) ও নগরীর ঠাকুরপাড়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ গৌর নিতাই মন্দিরের যৌথ আয়োজনে এ মহোৎসব অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে ভোর হতে যথাক্রমে অধিবাস, মঙ্গল আরতি, দর্শন আরতি, গুরু পূজা, ভগবতীয় পাঠ, কীর্তন মেলা, অভিষেক, ভোগারতি কীর্তন, গুরু মহিমা কীর্তন ও কেক অর্পণ শেষে উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়