প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ১৯:৪৮
চাঁদপুর সরকারি কলেজ মাঠে বিপণীবাগের ঐতিহাসিক ইসলামী সম্মেলন
প্রাইমারী থেকে হাইস্কুল পর্যন্ত কোরআন হাদিস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে
......মুফতি ড. এনায়েত উল্লাহ আব্বাসী

চাঁদপুরে ঐতিহ্যবাহী বিপণীবাগের তিনদিনব্যাপী ইসলামী সম্মেলন সম্পন্ন হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) শুরু হয়ে শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) গভীর রাতে আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।
|আরো খবর
সম্মেলনের সমাপনী দিনে আখেরী মোনাজাতের পূর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জৈনপুর দরবার শরীফের পীর সাহেব মুফতি ড. এনায়েত উল্লাহ আব্বাসী। তিনি তাঁর বক্তব্যে বলেন, যার ঈমান নাই, সে মুসলমান না। তাকওয়াভিত্তিক জীবন যাপনে আল্লাহর ওলি হবেন। যারা আল্লাহ ভীরু তাদের পথে আল্লাহর রহমত রয়েছে। ঈমান আনার পর যার অন্তরে আল্লাহর ভয় বেশি তার মর্যাদাও
বেশি। যার অন্তরে নূর যতো বেশি, তার ইলম ততো বেশি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত যারা সবাই জান্নাতে যাবে। তবে যারা বেশি ভয় করে আল্লাহর অলি বা প্রিয় হয়েছে তারা আগে যাবে।
তিনি আরো বলেন, আজ শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে। এই শিক্ষা ব্যবস্থা দিয়ে শুধু প্রশাসনিক ডিসি, এসপি, বিভিন্ন অফিস আদালতের লোক তৈরি করা হয়, কোনো বৈজ্ঞানিক বা বিশিষ্ট শিক্ষাবিদ তৈরি করা হয় না। তার কারণ হলো, কোরআন ও হাদিস শিক্ষা থেকে দূরে থাকা। আমাদের ক্লাসে ভূগোল, বিজ্ঞানসহ বিভিন্ন বিষয় পড়ানো হয়। কিন্তু কোরআন-হাদিস শেখানো হয় না। আর এজন্যেই সৎ মানুষ তৈরি হয় না। আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি,
প্রাইমারী থেকে হাইস্কুল পর্যন্ত কোরআন হাদিস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের নেতা বানাতে হবে সত্যবাদীদের।
ইলমে শরীয়ত শিখতে মাদরাসায় যেতে হবে। মারেফাতের সোহবত শিক্ষা গ্রহণ করা ওয়াজিব। এটি শিখতে পীরের কাছে যেতে হবে। মসজিদের ইমাম, খানকাহর পীর এবং রাজনীতির ময়দানের নেতা সত্যবাদী হতে হবে।
তিনদিনব্যাপী এই সম্মেলনে সভাপতিত্ব করেন বাহাদুরপুর দরবার শরীফের পীর সাহেব মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান। এছাড়া আরো বহু ওলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহত করেন। আখেরি মোনাজাত পরিচালনা করেন ড. এনায়েতুল্লাহ আব্বাসী।




