প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ১৭:৪০
পুরাণবাজারে ৪৯তম ইসলামী মহাসম্মেলন শুরু

শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) থেকে চাঁদপুর শহরের পুরাণবাজার মধুসূদন হাইস্কুল মাঠে দুদিনব্যাপী ৪৯তম ইসলামী মহাসম্মেলন ২০২৫ শুরু হয়েছে।
২৮ ডিসেম্বর (রোববার) ফজর নামাজের পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ঐতিহাসিক এই মহাসম্মেলন। পুরাণবাজার ইমাম পরিষদ আয়োজিত
এ ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করছেন বাহাদুরপুর পীর সাহেব হযরত মাওলানা মবিন আহমদ নওশীন মিয়া।
বিশেষ মেহমান হিসেবে তাশরিফ আনবেন মাওলানা আশেকে এলাহী (দা. বা.), পীর সাহেব, উজানী, কচুয়া। ২৮ ডিসেম্বর বাদ ফজর দোয়া পরিচালনা করবেন মুফতি আবু সাঈদ (দা.বা.), পীর সাহেব ফুলছোঁয়া, প্রধান মুফতি, ফরিদাবাদ মাদরাসা, ঢাকা।১ম দিন (শুক্রবার) তাশরিফ এনেছেন মাওলানা আবদুল আউয়াল (দা. বা.) পীর সাহেব ও খতিব, ডিআইটি জামে মসজিদ, নারায়ণগঞ্জ; মাওলানা নূরুল হক (দা. বা.), মুহতামিম, বটগ্রাম মাদ্রাসা কুমিল্লা; মুফতি ইমাদ উদ্দিন (দা. বা.), সিনিয়র মুহাদ্দিস, ফরিদাবাদ মাদ্রাসা, ঢাকা; মাও. আবুল হাসান রাজাপুরী, শিক্ষা সচিব, কাসিমুল উলুম মাদ্রাসা, কুমিল্লা; মাও. শিব্বির আহমাদ, পীরজাদা, উজানী, কচুয়া।
২য় দিন (শনিবার) তাশরিফ আনবেন মুফতি দিলাওয়ার হোসাইন (দা. বা.), মুহতামিম, আকবর কমপ্লেক্স, ঢাকা;
মাওলানা জিকরুল্লাহ খান (দা. বা.), সিনিয়র মুহাদ্দিস, ফরিদাবাদ মাদ্রাসা, ঢাকা; মাও. মেরাজুল হক মাজহারী (দা. বা.), মুহতামিম, আশরাফুল উলুম মাদ্রাসা, ব্রাহ্মণবাড়িয়া; মুফতি নোমান কাসেমী, মুহতামিম, আল মারকাজুল হানাফী বাংলাদেশ, ঢাকা;
মুফতী মাহমুদুল হাসান কাসেমী, মুহাদ্দিস, উজানী মাদ্রাসা, কচুয়া।ইসলামী মহাসম্মেলনের তিনদিনে আমন্ত্রিত ওলামায়ে কেরাম হচ্ছেন মাওলানা খাজা আহমদুল্লাহ, মুহতামিম, জাফরাবাদ হাফেজিয়া মাদ্রাসা; মাওলানা জাফর আহমাদ, মুহতামিম, জাফরাবাদ এমদাদিয়া মাদ্রাসা; মুফতি সিরাজুল ইসলাম, মুহতামিম, বড় স্টেশন মাদ্রাসা, চাঁদপুর;
মাওলানা লিয়াকত হোসাইন, মুহতামিম, ষোলঘর মাদ্রাসা, চাঁদপুর; মুফতি মাহবুবুর রহমান, মুহতামিম, বেগম জামে মসজিদ মাদ্রাসা, চাঁদপুর; মাওলানা মুহাম্মদ ইদ্রিস, মুহাদ্দিস, মহামায়া মাদ্রাসা, চাঁদপুর;
মাওলানা রাশেদুল ইসলাম, মুহতামিম, মুমিনপুর মাদ্রাসা; মাওলানা কারী আশরাফ আলী, মুহতামিম, মুমিনবাড়ি মাদরাসা; মাওলানা মাকসুদুর রহমান, শায়খুল হাদিস, আমলাপাড়া মাদ্রাসা, নারায়ণগঞ্জ; মাওলানা মুফতি ত্বহা খান, শিক্ষা সচিব, জাফরাবাদ হাফিজিয়া মাদ্রাসা ও মাওলানা নুরুল আমিন জিহাদী, মুহতামিম, আল- কারীম দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা, চাঁদপুর; মাওলানা মুনিরুল ইসলাম, মুহতামিম, মারকাজুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা, চাঁদপুর; মাওলানা আশরাফ আলী, মুহতামিম, দারুল উলুম মাদ্রাসা, রঘুনাথপুর; মুফতি শাহাদাত হোসাইন কাসেমী, মুহতামিম, আল- মদিনা নূরানী হিফজুল কুরআন মাদরাসা; মাওলানা ওমর ফারুক,খতিব, বাবুরহাট কেন্দ্রীয় জামে মসজিদ, চাঁদপুর; মাওলানা ইলিয়াস ফরিদী, মুহাদ্দিস, জাফরাবাদ হাফিজিয়া মাদ্রাসা; মুফতি ইব্রাহীম খলিল মাদানী, খতিব, পুরাণবাজার ঐতিহাসিক জামে মসজিদ; হাফেজ মাওলানা ফরিদ আহমদ, মুহতামিম, কবরস্থান মাদ্রাসা, চাঁদপুর।এ মহাসম্মেলনে ধর্মপ্রাণ মুসল্লিগণকে উপস্থিত থাকার জন্যে আহ্বান জানিয়েছেন ইমাম পরিষদ, স্থানীয় এন্তেজামিয়া কমিটির ওলামা মাশায়েখ।







