শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ২১:৫৭

কুমিল্লায় হাজারো কন্ঠে সমবেত শ্রীমদভগবদ গীতা পাঠ শুক্রবার

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।।

২৬ ও ২৭ ডিসেম্বর শুক্র ও শনিবার দুদিনব্যাপী কুমিল্লা মহেশাঙ্গনে শ্রী শ্রী লোকনাথ স্মৃতি তর্পণ সংঘ ও শ্রীশ্রী লোকনাথ যুব সেবা সংঘের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে পরমপুরুষ ত্রিকালদর্শী পূর্ণব্রহ্ম শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ৩৩তম বাৎসরিক স্মৃতি তর্পণোৎসব-২০২৫।

এ উপলক্ষে ২৬ ডিসেম্বর ২০২৫ (শুক্রবার) পূর্বাহ্ন ৭টা হতে যথাক্রমে প্রাতঃকালীন পূজা, তুলসী প্রদান, বাল্যভোগ, পুষ্পাঞ্জলি ও বাল্যভোগের প্রসাদ বিতরণ এবং মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন, প্রার্থনা সংগীত শেষে শ্রীমদভগবদগীতা নিষ্কামকর্ম যোগ শিক্ষালয়ের পরিবেশনায় সমবেত কন্ঠে শ্রীমদভগবদগীতা পাঠ। এরপর মুরাদনগর দারোরা হতে আগত জয় শ্রী লবকুশ সম্প্রদায়ের শ্রী গৌতম সূত্রধরের পরিবেশনায় রামায়ণ গান ও মধ্যাহ্নে রাজভোগ এবং সন্ধ্যায় সন্ধ্যারতি কীর্তন শেষে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী প্রসঙ্গে ধর্মীয় আলোচনা সভা।

এতে কুমিল্লা মহেশাঙ্গন শ্রী শ্রী লোকনাথ স্মৃতি তর্পণ সংঘের সভাপতি ননী গোপাল পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা মহেশচ্যারিট্যাবল ট্রাস্টের ট্রাস্টি অ্যাডভোকেট স্বরূপ কান্তি দেব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি রবীন মুখার্জি ও সাধারণ সম্পাদক শীতল চন্দ্র পাল, ঢাকা স্বামীবাগ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী বিষ্ণুপদ ভৌমিক ও যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী শ্রী মনোজ কুমার রায় এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন কুমিল্লা মহেশাঙ্গন শ্রীমদভগবদ্ গীতা নিষ্কামকর্ম যোগ শিক্ষালয়ের তত্ত্বাবধায়ক শ্যামা প্রসাদ ভট্টাচার্য। এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন মহেশাঙ্গন শ্রী শ্রী লোকনাথ স্মৃতি তর্পণ সংঘের সাধারণ সম্পাদক হারাধন ভৌমিক ও শুভেচ্ছা বক্তব্য রাখবেন মহেশাঙ্গন শ্রীশ্রী লোকনাথ যুব সেবা সংঘের সভাপতি নয়ন দেবনাথ। সভাটি উপস্থাপনা করবেন মহেশাঙ্গন শ্রী শ্রী লোকনাথ স্মৃতি তর্পণ সংঘের কার্যকরী কমিটির সদস্য কমল চন্দ খোকন। এরপর ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান 'শ্রদ্ধাঞ্জলি'।

পরদিন ২৭ ডিসেম্বর শনিবার সকাল ৮টা হতে যথাক্রমে শ্রী শ্রী চণ্ডীপাঠ, বাল্যভোগ, তিতাস রঘুনাথপুর হতে আগত নন্দন দেবের পরিবেশনায় রামায়ণ গান এবং মধ্যাহ্নে উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় সন্ধ্যারতি ও ধর্মীয় প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে ঢাকা বাংলাদেশ বেতার ও টেলিভিশন শিল্পী সাগর বাউলের পরিবেশনায় ভক্তিমূলক সংগীতানুষ্ঠান 'প্রাণাঞ্জলী'।

ওই মহতী অনুষ্ঠানের প্রতিটি পর্বে সনাতনী সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়