প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৮
‘প্রবাসী সম্মাননা’ পেলেন যুক্তরাজ্য প্রবাসী লেখক ও সাংবাদিক মো. রহমত আলী

ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান এবং প্রবাসীদের ন্যায্য দাবি-দাওয়া আদায়ে সক্রিয় ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ যুক্তরাজ্য প্রবাসী প্রবীণ সাংবাদিক, লেখক ও সমাজসেবী মো. রহমত আলীকে ‘প্রবাসী সম্মাননা ২০২৫’ প্রদান করা হয়েছে।
২৩ ডিসেম্বর ২০২৫ (মঙ্গলবার) সিলেট জেলা প্রশাসনের আয়োজনে সিলেট জেলা শিল্পকলা একাডেমীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত এক বিশেষ অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
সম্প্রতি সিলেট জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মাসুদ রানা আনুষ্ঠানিকভাবে সাংবাদিক মো. রহমত আলীকে এই সম্মাননা প্রদানের বিষয়টি অবহিত করেন।
মো. রহমত আলী যুক্তরাজ্যের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সমাজসেবামূলক সংগঠনে দীর্ঘদিন ধরে বলিষ্ঠ ও প্রশংসনীয় ভূমিকা রেখে আসছেন। তিনি লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক ভাইস প্রেসিডেন্ট, হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (ইউকে শাখা)-এর প্রেসিডেন্ট, দর্পণ বুক লন্ডনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ঙসম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের ভাইস প্রেসিডেন্ট এবং দর্পণ টিভি ইউকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি প্রবাসী বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট ও সিলেট হার্ট ফাউন্ডেশনের ট্রাস্টি, বিশ্বনাথ ওয়ান পাউন্ড হাসপাতালের ফাউন্ডার ডোনার মেম্বার, আর এ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারম্যান এবং বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সাংবাদিকতা, সাহিত্য, শিক্ষা ও প্রবাসী কমিউনিটি সেবায় তাঁর বহুমুখী ও দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদত্ত প্রবাসী সম্মাননা ২০২৫ কে সংশ্লিষ্ট মহল একটি গৌরবময় ও যথার্থ অর্জন হিসেবে দেখছেন।
উল্লেখ্য, সম্মাননা গ্রহণ ও অনুষ্ঠানে অংশগ্রহণের জন্যে মো. রহমত আলী ২১ ডিসেম্বর (রোববার) সকাল ১০টায় বাংলাদেশ বিমানে করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন।








