সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৯:২৬

মনিরের ১০০ কি. মি. সাঁতার, জানে না ক্রীড়াসংশ্লিষ্ট কেউ?!

অনলাইন ডেস্ক
মনিরের ১০০ কি. মি. সাঁতার, জানে না ক্রীড়াসংশ্লিষ্ট কেউ?!

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে চাঁদপুরের মেঘনা পর্যন্ত ১০০ কিলোমিটার পাড়ি দিলেন দূরপাল্লার সাঁতারু মনিরুল ইসলাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক্স স্টুডেন্ট ক্লাব চাঁদপুরের পক্ষ থেকে তাঁকে দেয়া হয়েছে সংবর্ধনা। গতকাল চাঁদপুর কণ্ঠে প্রকাশিত হয়েছে এমন একটি দৃষ্টি আকর্ষণ করার মতো সংবাদ। সংবাদটির গর্ভে চৌধুরী ইয়াসিন ইকরাম লিখেছেন, ১০০ কিলোমিটার দূরপাল্লার সাঁতার সফলভাবে শেষ করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র, সাঁতারু মো. মনিরুল ইসলাম মনির ও আয়োজক সি. ইউ. এক্স স্টুডেন্টস ক্লাব ঢাকা কে সংবর্ধনা দেয়া হয়েছে। সাঁতারু মো. মনিরুল ইসলাম মনির মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট থেকে ১০০ কিলোমিটার সাঁতার দেওয়ার জন্যে শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) রাতে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট থেকে যাত্রা শুরু করেন। ২০ ডিসেম্বর ২০২৫ (শনিবার) বিকেলে তিনি চাঁদপুরের মেঘনা নদীতে সাঁতার কেটে এসে পৌঁছেন। পাটুরিয়া ফেরিঘাটে সাঁতারের শুরুতে উপস্থিত ছিলেন সাঁতার কমিটির আহ্বায়ক সোহেল রানা, সদস্য সচিব শেখ রফিক, ক্লাব সেক্রেটারি গোলাম মহিউদ্দিন ফারুক স্বপন ও তোফাজ্জল হোসেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক স্টুডেন্ট ক্লাব বিজয় দিবস উপলক্ষে ১০০ কিলোমিটার দূরপাল্লার সাঁতারের আয়োজন করে। আয়োজকরা জানান, দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো কোনো সাঁতারু প্রমত্তা পদ্মা নদীতে একটানা ১০০ কিলোমিটার সাঁতার কেটেছেন। আয়োজকরা আরো জানান, এই দুঃসাহসিক অভিযান বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। এর আগে মনিরুল ইসলাম মনির বাংলা চ্যানেল সাঁতার প্রতিবিতে বিজয়ী হয়েছিলেন। শনিবার সন্ধ্যায় চাঁদপুর শহরের বিআইডব্লিউটিএ ঘাটে সাঁতারু মনিরুল ইসলাম মনিরকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী যায়যায়দিন পত্রিকার উপদেষ্টা ব্যারিস্টার মির্জা জিল্লুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্ট ক্লাব চাঁদপুরের সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ খান রাজন, দপ্তর সম্পাদক রাকিব, প্রচার সম্পাদক অ্যাড. ভাস্কর, তথ্যপ্রযুক্তি সম্পাদক সাফায়েত খান ও সদস্য সাইফুল ইসলাম।

১০০ কিলোমিটার সাঁতার সফলভাবে সম্পন্ন করার জন্যে আমরা প্রথমে মনিরুল ইসলাম মনিরকে অভিনন্দন জানাই। আমাদের জানা মতে, অবিরাম ১০০ কিলোমিটার সাঁতার কাটার মতো কৃতিত্ব বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাঁতারুদের নেই বললেই চলে। স্বল্প ক’জনের ইংলিশ চ্যানেল অতিক্রম করার কৃতিত্ব থাকলেও নিজ দেশে ১০০ কিলোমিটার সাঁতার কাটার কৃতিত্ব নেই। ১০০ কিলোমিটার সাঁতার আয়োজনের বিষয়টি সরকারের ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ সুইমিং ফেডারেশন, মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা, নৌবাহিনী, নৌপুলিশ, কোস্ট গার্ড কে কি জানানো হয়েছিলো? জানানোর পরও কি তারা অনুমোদন দেয় নি, আনুকূল্য প্রদর্শন করে নি? না, আদৌ জানানো হয় নি? যদি জানানো না হয়ে থাকে, তাহলে বিরাট ভুল করা হয়েছে। কেননা এর ফলে দেশের ক্রীড়ার ইতিহাসে মনিরের এতো বড়ো কৃতিত্ব লিপিবদ্ধ থাকবে না এবং সময়ান্তরে সরকারি স্বীকৃতি পাবে না। আর জানানোর পরও যদি কারো কোনো সহযোগিতা না পেয়ে থাকে, তাহলে সেটা চরম দুঃখজনক ও আপত্তিকর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়