প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ১০:০০
ব্রিটেনের লুটনে ইউনিটি অব মৌলভীবাজারের নতুন কমিটির অভিষেক

প্রবাসী মৌলভীবাজারবাসীর ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ইউনিটি অব মৌলভীবাজার-এর নতুন কমিটির অভিষেক ও ডিনার পার্টি ব্রিটেনের লুটনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় লুটন শহর প্রবাসী মৌলভীবাজারবাসীর মিলনমেলায় পরিণত হয়। ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আগত কমিউনিটির নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। অভিষেক পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুর রউফ তালুকদার।
সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি লিটন চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি আমজাদ হোসেন সানি ও রাসেল খান। ৭১-এর বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজসেবক এম এ মান্নান প্রধান অতিথি হিসেবে নতুন কমিটিকে পরিচয় করিয়ে দেন। তিনি বলেন, প্রবাসে থেকেও ঐক্যবদ্ধভাবে জেলার উন্নয়ন, মানবসেবা ও সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রাখা অত্যন্ত প্রশংসনীয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি আব্দুল আহাদ চৌধুরী, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় ফাউন্ডার কনভেনর ও মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর, বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অলি খান এমবিই, অ্যাকাউন্ট্যান্ট রফিক হায়দার রিপন, সাবেক ছাত্রনেতা আহমেদ হাসান, সৈয়দ ফজলুল হক সেলিম, কবি কাজল রশিদ, ইব্রাহিম তালুকদারসহ বিভিন্ন উপদেষ্টা ও সাবেক নেতৃবৃন্দ।
দীর্ঘ সময়ব্যাপী বক্তব্যে সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।মৌলভীবাজারের উন্নয়ন নিয়ে জোর দাবি
বক্তারা বলেন, মৌলভীবাজার জেলা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও সরকারি উন্নয়ন খাতে এখনো বৈষম্যের শিকার। তারা দ্রুত মিরপুর-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়ক চার লেনে উন্নীতকরণ,
মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, শমসেরনগর বিমানবন্দর চালু এবং গ্রামীণ সড়ক অবকাঠামোর উন্নয়নÑএই দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দশা ও দীর্ঘ যানজটে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। ৫ ঘণ্টার যাত্রা কখনো ১৫-১৬ ঘণ্টায় পরিণত হওয়া এখন সাধারণ ঘটনা। এ অবস্থার দ্রুত সমাধান জরুরি। ট্রেনে যাত্রীর চাপ বাড়লেও টিকেট সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ ভোগান্তির শিকারÑএ সমস্যাও অবিলম্বে দূর করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সৈয়দ রুয়েজ আহমদ। সমাপ্তিতে দোয়া পরিচালনা করেন মাহফুজ আহমেদ। দোয়ায় সংগঠনের প্রয়াত উপদেষ্টা মুক্তিযোদ্ধা ইতেখার উদ্দিন এবং বাংলাদেশ টিমের সদস্য মরহুম মোহাম্মদ কামাল মনসুরের রুহের মাগফিরাত কামনা করা হয়।র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ
র্যাফেল ড্রয়ে ১ম পুরস্কার পেয়েছেন লুটনের মো. ইকবাল হোসেন, ২য় পুরস্কার পেয়েছেন লন্ডনের শামীম চৌধুরী এবং ৩য় পুরস্কার বিজয়ী হয়েছেন মাইনুল হোসেন বেলাল।অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন।
বিগত কর্মকাণ্ড প্রদর্শন ও ভবিষ্যৎ পরিকল্পনা
প্রজেক্টরের মাধ্যমে সংগঠনের পূর্ববর্তী কার্যক্রম উপস্থাপন করা হলে উপস্থিত সবাই তা অত্যন্ত প্রশংসা করেন।
অতিথিরা ঘোষণা দেন, আগামী দিনেও জেলার উন্নয়ন, মানবতার কল্যাণ ও প্রবাসীদের ঐক্য বজায় রাখতে ইউনিটি অব মৌলভীবাজারের পাশে থাকবেন। এছাড়া আসন্ন রমজান প্রজেক্টে খাদ্যসামগ্রী বিতরণে সহযোগিতা করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তারা।
একতা ও সম্প্রীতির মিলনমেলা
পুরো আয়োজনটি প্রবাসী মৌলভীবাজারবাসীর মধ্যে একতা, সম্প্রীতি ও দায়িত্ববোধের নতুন অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। উপস্থিত সবাই মনে করেন, এই অভিষেক অনুষ্ঠান যেন এক প্রাণের মিলনমেলায় পরিণত হয়েছিলো।




