প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১৯:৫৩
কিংবদন্তি কথাশিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্মরণে
প্যাপিরাস পাঠাগারের সাহিত্য আড্ডা ও আলোচনা সভা

‘প্রাণের শক্তি বাড়ায় বই, বই পড়ে মানুষ হই’ স্লোগানে গত ১০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে প্যাপিরাস পাঠাগার। যুবসমাজকে বইমুখী করতে ইতোমধ্যে নানা পদক্ষেপ গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠার পর থেকে প্রতি সপ্তাহে দেশবরেণ্য কবি-সাহিত্যিকদের স্মরণে সাহিত্য আড্ডা ও আলোচনা সভার আয়োজন করে আসছে। কিংবদন্তি কথাশিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্মরণে আবর্তিত ছিলো এবারের সাহিত্য আড্ডা।
|আরো খবর
পাঠাগারের প্রতিষ্ঠাতা অ্যাড. রফিকুজ্জামান রণি বলেন, 'পথের পাঁচালী' উপন্যাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে অমর করে রাখবে। অপু এবং দুর্গা চরিত্রের ভেতর দিয়ে তিনি দারিদ্র্যপীড়িত সমাজে বসবাসকারী মানুষের শৈশব ও কৈশোরের জীবনচিত্র অত্যন্ত নান্দনিকভাবে তুলে ধরেছেন। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ উপন্যাসগুলোর কথা তুললে 'পথের পাঁচালী'র নাম অনায়াসে চলে আসে। সত্যজিৎ রায় পথের পাঁচালী উপন্যাসকে চলচ্চিত্রে রূপদান করে আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করেন।
সভাপ্রধান মোহাম্মদ শাহ আলম বলেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তাঁর 'আরণ্যক' গ্রন্থে মানুষের জীবনের সঙ্গে অরণ্যের নিবিড় সম্পর্কের কথা তুলে ধরেছেন। জঙ্গলে বসবাসরত নানা শ্রেণি-পেশার মানুষের সহজ-সরল জীবনচিত্র তুলে ধরেছেন তিনি। তাঁর লেখায় প্রকৃতির বিচিত্ররূপ এবং মানুষের দুঃখ-দুর্দশার ছাপচিত্র দেখতে পাই আমরা।
সাহিত্য আড্ডায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবন ও সাহিত্য সম্পর্কে প্রাণবন্ত আলোচনায় অংশ নেন অন্য বক্তারা। সবশেষে চা-চক্রের আয়োজন করা হয়।



