মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৯

খুলনায় হোটেল থেকে আ.লীগ নেতা তুহিনের মরদেহ উদ্ধার, রহস্য ঘনীভূত

সঙ্গীনী 'সুমি' কি খুনি?

মো. জাকির হোসেন
সঙ্গীনী 'সুমি' কি খুনি?
ছবি : প্রতীকী

খুলনার একটি আবাসিক হোটেল থেকে আওয়ামী লীগ নেতা তৌহিদুর রহমান তুহিনের (৩৫) মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক নারীর খোঁজ করছে পুলিশ।

Screenshot-20250915-184854

তৌহিদুর রহমান তুহিন। ছবি : সংগৃহীত

রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে খুলনা সদর থানা এলাকার স্টার হোটেলের চতুর্থ তলার ৪০১ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত তুহিন খুলনা মহানগরের লবণচরা থানার মতিয়াখালী এলাকার বাসিন্দা এসএমএ খালেকের ছেলে। তিনি আওয়ামী লীগের ৩১ নম্বর ওয়ার্ডের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

হোটেল সূত্রে জানা গেছে, শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে তুহিন নিজেকে বিবাহিত পরিচয় দিয়ে ‘সুমি’ নামের এক নারীকে নিয়ে ওই কক্ষে উঠেন। তবে ওই নারী কখন হোটেল ত্যাগ করেন, তা নিশ্চিত করতে পারেনি হোটেল কর্তৃপক্ষ।

রোববার দুপুর থেকে কক্ষের ভেতর থেকে কোনো সাড়া-শব্দ পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যায় খোঁজ নিতে গিয়ে হোটেল কর্মীরা দরজায় কড়া নাড়লেও কোনো সাড়া মেলেনি। পরে রাত সোয়া ৮টার দিকে পুলিশ উপস্থিত হয়ে দরজা ভেঙে প্রবেশ করে। এ সময় ফ্লোরে পড়ে থাকা তুহিনের মুখ দিয়ে ফেনা বের হতে দেখা যায়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, হোটেলে যে নারী তুহিনের সঙ্গে উঠেছিলেন তিনি পলাতক রয়েছেন। তার সন্ধান চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত এটি হত্যা নাকি আত্মহত্যা, নিশ্চিত করে বলা যাচ্ছে না। দরজা ভেতর থেকে আটকানো ছিল।”

ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ বিভিন্ন দিক খতিয়ে দেখছে। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও হোটেলের কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়