শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৪

হেরার আলো

অনলাইন ডেস্ক

১১-সূরা হুদ

১২৩ আয়াত, ১০ রুকু, ‘মক্কী’

৮৮। সে বলিল, ‘হে আমার সম্প্রদায়। তোমরা ভাবিয়া দেখিয়াচ কি, আমি যদি আমার প্রতিপালক প্রেরিত স্পষ্ট প্রমাণে প্রতিষ্ঠিত হইয়া থাকি এবং তিনি যদি তাঁহার নিকট হইতে আমাকে উৎকৃষ্ট জীবনোপকরণ দান করিয়া থাকেন তবে কি করিয়া আমি আমার কর্তব্য হইতে বিরত থাকিব? আমি তোমাদিগকে যাহা নিষেধ করি আমি নিজে তাহা করিতে ইচ্ছা করি না। আমি তো আমার সাধ্যমতসংস্কারই করিতে চাহি। আমার কার্যসাধন তো আল্লাহ্রই সাহায্যে; আমি তাঁহারই উপর নির্ভর করি এবং আমি তাঁহারই অভিমুখী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়