প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৭
ফরিদগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সভা ও ওপেন হাউজ ডে
দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা প্রদানে আমরা প্রস্তুত ........... পুলিশ সুপার মহম্মদ আব্দুর রকিব, পিপিএম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদগঞ্জে পূজা মণ্ডপ কমিটির সাথে মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে ফরিদগঞ্জ থানায় অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।
|আরো খবর
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরের প্রতিট মণ্ডপে সর্বাত্মক নিরাপত্তা প্রদানে আমরা প্রস্তুত রয়েছি। প্রতিটি মণ্ডপে পুলিশ সদস্য পূজাকালীন সময়ে সার্বক্ষণিক অবস্থান ছাড়াও প্রতিটি ইউনিয়নের পেট্রোল ডিউটি আরো বাড়বে। আমাদের পাশাপাশি আনসার ভিডিপিও নিরাপত্তা বিধানে কাজ করবে। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরার সাথে সাথে মণ্ডপ কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী থাকতে হবে। আমরা চাই উৎসবমুুখর পরিবেশে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। এখন যেহেতু প্রতিমা নির্মাণ কাজ চলছে, তাই প্রতিটি মণ্ডপে নিরাপত্তা বাড়াতে হবে। রাত্রিকালীন আপনারা পাহারার ব্যবস্থা করবেন। পুলিশও পেট্রোল ডিউটির পাশাপাশি এই সময়ে পূজা মণ্ডপগুলো ভিজিট করবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো ঘটনা ঘটলেই দ্রুত তা আমাদের জানাবেন। তাতে দ্রুত আমরাসহ সকলে ব্যবস্থা নিতে পারবো।
উপ-পুলিশ পরিদর্শক আমজাদ হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, সাবেক পৌর প্রশাসক মঞ্জিল হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক লিটন কুমার দাস, সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. পরেশ চন্দ্র পাল, সাধারণ সম্পাদক তপন মজুমদার, সাংগঠনিক সম্পাদক নারায়ণ রবিদাস বক্তব্য রাখেন। সভায় উপজেলার ২২টি পূজ মণ্ডপ কমিটির সভাপতি ও সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
এই মতবিনিময় সভা শেষে পুলিশ সুপার উপজেলা সদরস্থ শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ জিউর আখড়াস্থ ও গোবিন্দপুর উত্তর ইউনিয়নের দক্ষিণ ধানুয়া দাসপাড়াস্থ গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে দুর্গাপূজার নির্মাণাধীন প্রতিমা পরিদর্শন করেন। এ সময়ে তিনি সার্বিক নিরাপত্তা ও মন্দিরের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন।