শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে কচুক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৪

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে

চাঁদপুরে রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের পথচারীদের মাঝে তবররুক বিতরণ

স্টাফ রিপোর্টার।।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের (রেজি. নং বি-১৭৬৫) উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) বাদ আসর চাঁদপুর রেলওয়ে কোর্ট স্টেশন প্ল্যাটফর্মে পথচারীদের মাঝে বিভিন্ন ধরনের তবররুক বিতরণ করা হয়। এছাড়া বাদ মাগরিব মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক মারুফ হোসেন।

মাহফিলে সভাপতিত্ব করেন মাস্টার সোয়াইবুল সিকদার এবং পরিচালনা করেন শ্রমিক ও কর্মচারী দল চাঁদপুর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম হাবিব উল্যাহ খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূইয়া, মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন, চাঁদপুর জজ কোর্টের আইনজীবী অ্যাড. রইছুর রহমান এবং জেলা যুবদলের সহ-সভাপতি শাহনুর বেপারী শানুসহ আরও অনেকে।

এর আগে বিকেল ৪টায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পথচারীদের মাঝে মিষ্টি, পায়েশ, বাতাসা, পিঠা ইত্যাদি বিতরণ করা হয়। পরে মিলাদ ও দোয়া মাহফিলে বিশ্ব মুসলিম উম্মাহসহ দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়