বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৫

চাঁদপুরে কৃতী সংবর্ধনায় মোলহেডে নাচে-গানে বর্ণিল আয়োজন

সংস্কৃতি অঙ্গন প্রতিবেদক
চাঁদপুরে কৃতী সংবর্ধনায় মোলহেডে নাচে-গানে বর্ণিল আয়োজন

চাঁদপুরে প্রথম আলো-শিখো আয়োজিত এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকেনি, বরং এক প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনায় রূপ নেয়। গত বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) চাঁদপুর শহরের পর্যটন কেন্দ্র বড় স্টেশন মোলহেডে এই সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানের মূল পর্বশেষে মঞ্চ মাতিয়ে তোলে চাঁদপুরের জনপ্রিয় বাংলা ব্যান্ড ‘রঙের ঢোল’। ব্যান্ডটির গায়ক, সংগীতশিল্পী শুভ্র রক্ষিত, রাজিব চৌধুরী, এইচ এম বাতেন ও অন্তুসহ সদস্যরা একের পর এক জনপ্রিয় সংগীত পরিবেশন করে দর্শক ও শ্রোতাদের মাতিয়ে তোলেন। তাদের গানে শিক্ষার্থীরা উচ্ছ্বাসে মেতে উঠে হাততালি ও সঙ্গীতের তালে নাচতে থাকেন।

এছাড়া নৃত্য পরিবেশনায় ছিলো এক বিশেষ চমক। নৃত্যশিল্পী সোমা দত্তের নেতৃত্বে ‘নৃত্যাঙ্গন’-এর একদল নৃত্যশিল্পী পরিবেশন করে প্রখ্যাত গীতিকার কবির বকুলের লেখা থিম সং-এর সাথে মনোমুগ্ধকর নৃত্য। সাংস্কৃতিক অনুষ্ঠানের সমবেত পরিবেশনায় নাচে গানের তালে উচ্ছ্বাসে মেতে উঠেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।

গান ও নাচের এই মেলবন্ধন শিক্ষার্থীদের সংবর্ধনাকে করে তোলে আরো বর্ণিল ও আনন্দমুখর। শুধু সংবর্ধনা নয়, এটি হয়ে উঠে সৃজনশীলতা, তারুণ্য আর সংস্কৃতির এক মিলনমেলা।

দিনব্যাপী আয়োজিত এ সংবর্ধনায় জেলার প্রায় সাত শতাধিক কৃতী শিক্ষার্থী অংশ নেয়। জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। স্বাগত বক্তব্য দেন প্রথম আলো চাঁদপুর বন্ধুসভার সভাপতি কামরুল ইসলাম এবং প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিনিধি আলম পলাশ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহমেদ। এছাড়া চাঁদপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালুর রহমান, প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরীসহ অভিভাবক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের শপথ করানো হয় মাদক, মিথ্যা ও মুখস্থ বিদ্যার বিরুদ্ধে। পরবর্তীতে অনলাইন কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে বই তুলে দেন অতিথিরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়