প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৮
হাজীগঞ্জে ইমামে রাব্বানী দরবার শরীফের জশনে জুলুছ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হাজীগঞ্জ পৌরসভাধীন ধেররা ইমামে রাব্বানী দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুছ (আনন্দ মিছিল) অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) হাজীগঞ্জ পৌরসভাধীন এনায়েতপুর থেকে মিছিলটি বের হয়ে হাজীগঞ্জ বাজারে এসে শেষ হয়। পরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
|আরো খবর
শতাধিক গাড়ি নিয়ে ধর্মপ্রাণ সুন্নী জনতা এনায়েতপুর থেকে বাকিলা বাজার পর্যন্ত অনুষ্ঠিত জশনে জুলুছে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ-এর চেয়ারম্যান ও ইমামে রাব্বানী দরবার শরীফের পীর আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী।
তিনি বলেন, দেশের মানুষ শান্তিতে থাকতে চায়। মব সৃষ্টি করে লুটপাট, হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, হানাহানি—এসব আইয়্যামে জাহেলিয়াতকেও ছাড়িয়ে গেছে। এসব কর্মকাণ্ড থেকে দেশকে রক্ষা করতে পবিত্র কোরআন-সুন্নাহর আলোকে এবং সুন্নী আকীদার ভিত্তিতে রাষ্ট্রব্যবস্থা সময়ের দাবি।
নির্বাচন বিষয়ে তিনি বলেন, বৃহত্তর সুন্নী জোটের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি চলছে এবং আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবো। তবে সাংবিধানিক নিয়মেই নির্বাচন চায় জনগণ। জনগণের চাওয়ার বাইরে গিয়ে নতুন কিছু চিন্তা করলে সেটা হবে আত্মঘাতী সিদ্ধান্ত। তাই দেশের জনগণকে সচেতন থাকার আহ্বান জানান।
উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা'আতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা মোশারফ হোসেন হেলালী, কেন্দ্রীয় নেতা শাহজাদা সৈয়দ মাহমুদ শাহ্ মোজাদ্দেদী, শাহজাদা অধ্যাপক মাওলানা মুহাম্মদ নাজমুল হক আখন্দ নক্সবন্দী, মাওলানা মোহাম্মদ আলী নক্সবন্দী, মাওলানা নুরুল ইসলাম জিহাদী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের জেলা সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাশেম শাহ্ মিয়াজী, প্রভাষক মাওলানা আনিসুর রহমান মজুমদার প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন মুফতি মাওলানা মঈনুদ্দিন ভূঁইয়া আজমী, মো. জাকির হোসেন মিয়াজী, মো. মনজুর আলম পাটওয়ারীসহ হাজারো সুন্নী জনতা।
প্রসঙ্গত, সুন্নী মতাদর্শী তিনটি নিবন্ধিত রাজনৈতিক দলের সমন্বয়ে আত্মপ্রকাশ করেছে ‘বৃহত্তর সুন্নী জোট’। জোটের দলগুলো হলো— ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)।