প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ০২:০০
শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়েছে।
|আরো খবর
মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনের নির্দেশে সহকারী কমিশনার (এসি ল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিবুল্লাহ আকন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সিন্দুরখাঁন ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইজারাহীন বালু মহাল থেকে ৫০০ ঘনফুট বালু জব্দ করেন। অভিযানে সহযোগিতা করেন স্থানীয় প্রশাসনসহ বাংলাদেশ সেনাবাহিনীর একটি ইউনিট।
অভিযানের খবর পেয়ে পালিয়ে যাওয়ায় কোনো বালু কারবারিকে আটক করা যায়নি।
অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত চলমান থাকবে বলে জানানো হয়।